আমদাবাদ: কংগ্রেস ছাড়লেন অল্পেশ ঠাকোর। গুজরাতের এই সামনের সারির ওবিসি নেতা তথা বিধায়কের গড়া গুজরাত ক্ষত্রিয় কংগ্রেস আজই কংগ্রেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। তারা অল্পেশকেও কংগ্রেস থেকে ইস্তফা দিতে বলে। তিনি কংগ্রেস ছেড়ে বেরতে পারেন বলে গুঞ্জন, জল্পনা ছিলই। কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের ওপর তিনি অখুশি। কারণ হিসাবে বলা হয়, তিনি পাটান লোকসভা ভোটে লড়তে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস নেতৃত্ব সেখানে প্রাক্তন এমপি জগদীশ ঠাকোরকে বাছাই করে।
প্রসঙ্গত, অন্যান্য পিছিয়ে পড়া সম্প্রদায়ের (ওবিসি) নেতা হিসাবে সামনের সারিতে তাঁর উত্থানের পর অল্পেশ ২০১৭-র গুজরাত বিধানসভা ভোটের আগে কংগ্রেসে যোগ দেন, পাটানের রাধানপুর বিধানসভা কেন্দ্রে দলের টিকিটে জেতেনও।
স্থানীয় নেতৃত্বের ওপর ‘অখুশি’, গুজরাতে কংগ্রেস ছাড়লেন ওবিসি নেতা অল্পেশ ঠাকোর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Apr 2019 07:15 PM (IST)
কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের ওপর তিনি অখুশি। কারণ হিসাবে বলা হয়, তিনি পাটান লোকসভা ভোটে লড়তে চেয়েছিলেন, কিন্তু কংগ্রেস নেতৃত্ব সেখানে প্রাক্তন এমপি জগদীশ ঠাকোরকে বাছাই করে।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -