নয়াদিল্লি: নরেন্দ্র মোদি, বিজেপি-এনডিএকে হারানোর ডাক দিয়ে নাসিরুদ্দিন শাহ সহ সহ কয়েকশো শিল্পী, বুদ্ধিজীবীর কয়েকদিন আগের বিবৃতির পর এবার কেন্দ্রের শাসক জোট, প্রধানমন্ত্রীর হয়ে আসরে ৯০০-র বেশি শিল্পী। এই দলে আছেন পন্ডিত যশরাজ, বিবেক ওবেরয়, রীতা গাঙ্গুলির মতো মানুষজন, যাঁরা বিজেপিকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। বিবৃতিতে তাঁরা বলেছেন, দেশবাসী যেন কোনও চাপে মাথা নত না করে, গোঁড়া ধারণার বশবর্তী না হয়ে ভোট দেন। আবেদনে স্বাক্ষরকারীদের মধ্যে শঙ্কর মহাদেবন, ত্রিলোকীনাথ মিশ্র, কোয়েনা মিত্র, অনুরাধা পোড়ওয়াল, হংসরাজ হনসও আছেন।
বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান সরকার বহাল থাকাই প্রয়োজন, এটাই আমাদের প্রবল বিশ্বাস। তাছাড়া সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জের সামনে দরকার একটা মজবুত সরকার, মজবুর সরকার নয়। তাই এই সরকারটাই থাকুক, চাই।
গত ৫ বছরে ভারত ‘দুর্নীতিমুক্ত সুশাসন’, ‘উন্নয়নমুখী প্রশাসন’ উপহার দেওয়া সরকার দেখেছে বলেও জানান তাঁরা।
অমল পালেকর, গিরীশ কারনাড, উষা গাঙ্গুলী, নাসিরুদ্দিনের মতো ৬০০-র বেশি থিয়েটার ব্যক্তিত্বের বিবৃতির সপ্তাহখানেক বাদে মোদিপন্থী শিল্পীদের এই বিবৃতি। নাসিরুদ্দিনদের বিবৃতিতে বলা হয়েছিল, ভারতের ধারণা, তার সংবিধান বিপন্ন হতে বসেছে, তাই ভোট দিয়ে ‘বিজেপি ও তার সঙ্গীসাথীদের’ হারাতে হবে। ১২টি ভাষায় গত বৃহস্পতিবার ওই বিবৃতি প্রকাশ করা হয় আর্টিস্ট ইউনাইট ইন্ডিয়া ওয়েবসাইটে। বলা হয়, দেশের ইতিহাসে ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ’ হতে চলেছে আসন্ন লোকসভা নির্বাচন।
নাসিরুদ্দিনদের পাল্টা, বিবেক ওবেরয়, কোয়েনা মিত্র সহ ৯০০-র বেশি শিল্পীর বিবৃতি, মজবুর সরকার’ নয়, চাই ‘মজবুত সরকার, ক্ষমতায় চাই মোদিকে
Web Desk, ABP Ananda
Updated at:
10 Apr 2019 05:07 PM (IST)
বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বর্তমান সরকার বহাল থাকাই প্রয়োজন, এটাই আমাদের প্রবল বিশ্বাস। তাছাড়া সন্ত্রাসবাদের মতো চ্যালেঞ্জের সামনে দরকার একটা মজবুত সরকার, মজবুর সরকার নয়। তাই এই সরকারটাই থাকুক, চাই।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -