বারাণসীতে প্রার্থীপদ বাতিলের পদক্ষেপ ‘একপেশে’, ‘অযৌক্তিক’, ‘বৈষম্যমূলক’, খারিজ করা হোক, সুপ্রিম কোর্টে বিএসএফের বরখাস্ত জওয়ান তেজবাহাদুর
Web Desk, ABP Ananda | 06 May 2019 02:54 PM (IST)
বিএসএফে জওয়ানদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তুলে সোস্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করায় ২০১৭-য় তাঁকে বরখাস্ত করা হয়। তিনি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বারাণসীতে মনোনয়ন পেশ করেছিলেন। সপা প্রথমে শালিনী যাদবকে টিকিট দিয়েও পরে তাঁকে সরিয়ে তেজবাহাদুরকে প্রার্থী করে।
নয়াদিল্লি: কেন বারাণসী লোকসভা কেন্দ্রে প্রার্থীপদ বাতিল করল নির্বাচন কমিশন, জানতে চেয়ে সুপ্রিম কোর্টে বরখাস্ত হওয়া বিএসএফ জওয়ান তেজবাহাদুর যাদব। বারাণসীতে সমাজবাদী পার্টির (সপা) টিকিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে লড়তে মনোনয়ন জমা দিয়েছিলেন তিনি। কিন্তু কমিশন মনোনয়ন বাতিল করে। সেই পদক্ষেপ চ্যালেঞ্জ করেছেন তিনি। তাঁর দাবি, কমিশনের সিদ্ধান্ত একপেশে, অযৌক্তিক, বৈষম্যমূলক। তা খারিজ করা হোক। বিএসএফে জওয়ানদের নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ তুলে সোস্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট করায় ২০১৭-য় তাঁকে বরখাস্ত করা হয়। তিনি প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে বারাণসীতে মনোনয়ন পেশ করেছিলেন। সপা প্রথমে শালিনী যাদবকে টিকিট দিয়েও পরে তাঁকে সরিয়ে তেজবাহাদুরকে প্রার্থী করে। কমিশন গত বুধবার তাঁর মনোনয়ন বাতিল করে। তিনি যে দু সেট মনোনয়ন জমা দিয়েছেন, তাতে ‘গরমিল’ রয়েছে বলে উল্লেখ করে নোটিস দেন বারাণসীর রিটার্নিং অফিসার। ২৪ এপ্রিলের প্রথম মনোনয়নের নথিতে তিনি বিএসএফ থেকে বরখাস্ত হওয়ার কথা জানালেও ২৯ এপ্রিল পেশ করা দ্বিতীয় দফার মনোনয়নের কাগজপত্রে তার উল্লেখই করেননি। বরখাস্ত হওয়ার কারণের উল্লেখ করে বিএসএফ থেকে নো-অবজেকশন সার্টিফিকেট (এনওসি) দিতেও বলা হয় তাঁকে। তাঁকে ভোটে লড়া থেকে আটকাতে বিজেপি ‘স্বৈরাচারী রাস্তা’য় হাঁটছে বলে অভিযোগ করেন তিনি। বলেন, রিটার্নিং অফিসারের দাবিমতো বিএসএফের এনওসি জমা দিলেও আমার মনোনয়ন খারিজ করা হল। আমি চাষির ছেল। কৃষক, জওয়ানদের কথা বলতেই এসেছি।