অসমের শিলচরের এমপি তথা সারা ভারত মহিলা কংগ্রেসের সভানেত্রী সুস্মিতার অভিযোগের প্রেক্ষিতে কমিশনের নির্দেশ দেওয়ায় কোনও বাধা নেই বলে জানিয়েছে প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের বেঞ্চ। তার বাকি সদস্যরা হলেন বিচারপতি এস কে কউল ও বিচারপতি কে এম জোসেফ। সুস্মিতার পিটিশনের শুনানির দিন বৃহস্পতিবার ঠিক করেছে বেঞ্চ।
শীর্ষ বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে কমিশনের বিরুদ্ধে নিষ্ক্রিয় হয়ে থাকার অভিযোগ তোলেন সুস্মিতা। তাঁর বক্তব্য, এটা গোটা নির্বাচনী প্রক্রিয়ার বিশ্বাসযোগ্যতাকে ধ্বংস করেছে, কমিশনের ‘নির্বিচার বৈষম্যের’ লক্ষণ, ‘একতরফা’, ‘খামখেয়ালি’, ‘মেনে নেওয়া যায় না’।
সুস্মিতার পিটিশনে মোদি, শাহের বিরুদ্ধে জনসভায় মডেল আচরণবিধি লঙ্ঘনের একাধিক নমুনা দেওয়া হয়েছে। ১ এপ্রিল মহারাষ্ট্রের ওয়ার্ধায় মোদি জনসভায় ‘গেরুয়া সন্ত্রাসে’র কথা বলে প্রথম আচরণবিধি ভাঙেন বলে দাবি করেন সুস্মিতা।