হায়দরাবাদ: এবারের আইপিএল-এ শেষ ম্যাচ খেলে ফেললেন সানরাইজার্স হায়দরাবাদের তারকা ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার। শেষ ম্যাচেও তিনি ৫৬ বলে ৮১ রানের অসাধারণ ইনিংস খেলে দলকে জিতিয়েছেন। এই ম্যাচের পর অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, ‘আমি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আইপিএল তার প্রস্তুতির মঞ্চ।’
বিশ্বকাপ প্রসঙ্গে ওয়ার্নার আরও বলেছেন, ‘এবারের বিশ্বকাপে অনেক রান হবে। আশা করি বল বেশি স্যুইং করবে না। ইংল্যান্ড অবশ্যই আয়োজক দেশ হিসেবে সুবিধা পাবে। ইংল্যান্ড দলও দুর্দান্ত। আমরা গতবারের চ্যাম্পিয়ন। আমরা নিজেদের দক্ষতার উপর ভরসা রেখে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
বল-বিকৃতির দায়ে ১২ মাসের নির্বাসন কাটিয়ে আইপিএল-এ ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন ওয়ার্নার। এ বিষয়ে তিনি বলেছেন, ‘আমার খেলার উন্নতির জন্য অনেক বিশ্রাম পেয়েছি। ১৬-১৮ সপ্তাহ ব্যাট না ধরে শুধু সেরা বাবা ও সেরা স্বামী হয়ে ওঠার চেষ্টা চালিয়ে গিয়েছি। এতে আমার উপকার হয়েছে। আমি দলে মজাদার মানুষ হয়ে ওঠার চেষ্টা করি। নিজের কাজটা ঠিকমতো করতে পারলে দারুণ লাগবে।’
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
বিশ্বকাপের প্রস্তুতির মঞ্চ আইপিএল, বলছেন ওয়ার্নার
Web Desk, ABP Ananda
Updated at:
30 Apr 2019 03:58 PM (IST)
অস্ট্রেলিয়ার এই বাঁ হাতি ব্যাটসম্যান বলেছেন, ‘আমি বিশ্বকাপের দিকে তাকিয়ে আছি। আইপিএল তার প্রস্তুতির মঞ্চ।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -