মুম্বই: গতকাল সোমবার লোকসভা নির্বাচনের চতুর্থ পর্বে মুম্বইয়ে বহু বলিউড তারকাকে ভোটের লাইনে দেখা গিয়েছে। কিন্তু তাঁদের মতো ভোট দিতে দেখা যায়নি বলিউডের অন্যতম তারকা অক্ষয় কুমারকে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির 'অরাজনৈতিক' সাক্ষাত্কার নিয়ে কিছুদিন আগেই সংবাদের শিরোনামে উঠে এসেছিলেন অক্ষয়।
তাঁর ‘কেসরি’, ‘টয়লেট এক প্রেম কথা’, ‘এয়ারলিফ্ট’-এর মতো সিনেমায় জাতীয়তাবাদী ভাবাবেগ রয়েছে। কিন্তু সেই অক্ষয় সম্ভবত এবার তাঁর মতাধিকার প্রয়োগ করেননি।
তিনি ভোট দিয়েছেন কিনা, এই প্রশ্নের কোনও জবাব পাওয়া যায়নি অক্ষয়ের মুখপাত্রের কাছ থেকে।
দীর্ঘদিন ধরেই অবশ্য অক্ষয়ের নাগরিকত্ব নিয়ে জল্পনা রয়েছে। অনেকেরই দাবি, তাঁর কানাডার নাগরিকত্ব রয়েছে।
অক্ষয়ের স্ত্রী টুইঙ্কল খন্না সোমবার জুহুর একটি বুথে গিয়ে ভোট দিয়েছেন।কিন্তু অক্ষয়কে তাঁর সঙ্গে দেখা যায়নি।
গত মাসেই একটি ট্যুইট অক্ষয়কে ট্যাগ করে প্রধানমন্ত্রী তাঁকে ভোটদানে উত্সাহিত করতে বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘ভোটের ক্ষমতা অপরিসীম এবং আমাদের সবার এর গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির প্রয়োজন রয়েছে। একটু সচেষ্ট হয়ে ভোটদানকে এক সুপারহিট কাহিনী হিসেবে তৈরি করুন’।
জবাবে অক্ষয় বলেছিলেন, ‘গণতন্ত্রের প্রকৃত অর্থ নির্বাচনী প্রক্রিয়ায় জনগনের অংশগ্রহণের ওপর নির্ভরশীল। আমাদের দেশ ও ভোটারদের মধ্যে ভোটদানকে সত্যিকারের প্রেমকথা হয়ে উঠতে হবে’।
সেই অক্ষয়কে ভোট দিতে দেখা না যাওয়ার ব্যাপারটি সোশ্যাল মিডিয়ার নজর এড়ায়নি। তা নিয়ে অনেকেই অক্ষয়কে কটাক্ষ ছুঁড়ে দেন। একজনের বিদ্রুপাত্মক ট্যুইট-‘ভোট দিতে পারলেও শাহরুখ খানকে দেশপ্রেমের প্রমাণ দিতে হবে। আর ভোট দিতে না পারলেও অক্ষয় দেশপ্রেমের ম্যাসকট’।
আরও অনেকেই অক্ষয়কে বিদ্রুপ করে ট্যুইট করেছেন।
টুইঙ্কল ভোট দিলেও অনুপস্থিত অক্ষয় কুমার, সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Apr 2019 03:14 PM (IST)
সেই অক্ষয়কে ভোট দিতে দেখা না যাওয়ার ব্যাপারটি সোশ্যাল মিডিয়ার নজর এড়ায়নি। তা নিয়ে অনেকেই অক্ষয়কে কটাক্ষ ছুঁড়ে দেন।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -