অমেঠি:  লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় উত্তরপ্রদেশের অমেঠি লোকসভা আসনেও ভোটগ্রহণ চলছে। গাঁধী পরিবারের ঘাঁটি বলে পরিচিত এই আসনে এবারের লড়াইটা বেশ আকর্ষণীয়। কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে টক্করে রয়েছেন বিজেপি প্রার্থী স্মৃতি ইরানি। এদিন ভোটের শুরুতেই ইরানি বুথ দখলের অভিযোগ করলেন। তাঁর অভিযোগ, ‘বুথ দখলে ইন্ধন’ দিয়েছেন রাহুল গাঁধী।

সাতটায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর প্রথম চার ঘন্টায় অমেঠিতে ২১.৮৩ শতাংশ ভোট পড়েছে। রাজ্য সরকারের স্থানীয় তথ্য আধিকারিক এ কথা জানিয়েছেন।

এদিন সকাল থেকেই অমেঠির বিভিন্ন এলাকায় ঘুরছেন ইরানি। বিভিন্ন বুথে গিয়ে দলের কর্মীদের দেখা করছেন। এরইমধ্যে তিনি রাহুল গাঁধীর বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ করেছেন। তিনি ট্যুইট করে এই অভিযোগ করেছেন। নিজের ট্যুইটে একটি ভিডিও পোস্ট করেছেন ইরানি। ওই ভিডিও এক বৃদ্ধাকে অভিযোগ করতে শোনা যাচ্ছে যে, তাঁকে জোর করে হাত চিহ্নে ভোট দিতে বাধ্য করা হয়। যদিও তিনি বিজেপিকে ভোট দিতে চেয়েছিলেন।



এ ব্যাপারে অবশ্য কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি।

অমেঠিতে রাহুল গাঁধীর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন ইরানি।

বিকেল নাগাদ রাহুল আসতে পারেন বলে অনুমান। স্থানীয় কংগ্রেস নেতারা অমেঠিতে ঘুরছেন।

রাহুল ও ইরানির তীব্র টক্করই সম্ভবত তীব্র গরম সত্ত্বেও সম্ভবত ভোটারদের বুথমুখী করেছে। ভোটদানের প্রথম কয়েকঘন্টায় মহিলারা পুরুষদের তুলনায় বেশি ভোট দিয়েছেন।

গৌরিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সকাল সাতটা থেকে এগারোটার মধ্যে ২৩ শতাংশ ভোট পড়েছে।

২০১৪-তে রাহুল ও ইরানির লড়াই হয়েছিল অমেঠিতে। কিন্তু রাহুল গাঁধী জিতেছিলেন। তবে ২০০৯-এ জয়ের তিন লক্ষের ব্যবধান কমে এক লক্ষ হয়েছিল।

অমেঠি লোকসভা কেন্দ্রের পাঁচটি বিধানসভা আসনের মধ্যে বিজেপি জিতেছিল চারটিতে। একটিতে সমাজবাদী পার্টি।