রায়বরেলি: বুধবার অমেঠিতে নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। ঠিক তার পর দিনই, বৃহস্পতিবার রায়বরেলি থেকে মনোনয়ন জমা করলেন প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গাঁধী। সঙ্গে ছিল তাঁর গোটা পরিবার। ছেলে রাহুল, মেয়ে প্রিয়ঙ্কা ও তাঁর স্বামী রবার্ট বঢরা সবাই এদিন উপস্থিত ছিলেন। সনিয়ার মনোনয়ন পেশের দিন উপস্থিত ছিল তাঁর নাতি ও নাতনিরাও।
উল্লেখ্য এদিন, নিজের মনোনয়ন জমা করার আগে পুজো করতে দেখা যায় সনিয়াকে। তারপর রোড শো করে জেলা আধিকারিকের দফতরে গিয়ে মনোনয়ন জমা করেন তিনি। প্রসঙ্গত, এই নিয়ে পঞ্চমবারের জন্য উত্তরপ্রদেশের এই কেন্দ্র থেকে লড়বেন সনিয়া। ২০০৪, ২০০৬ (উপ নির্বাচন), ২০০৯ ও ২০১৪, এই চারবারই রায়বরেলি থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন তিনি। এই আসনে এবার তিনি মূলত লড়বেন বিজেপি প্রার্থী দীনেশ প্রতাপ সিংহর বিরুদ্ধে। কারণ, এবার সমাজবাদী পার্টি কিংবা বহুজন সমাজবাদী পার্টির তরফে কোনও প্রার্থীই এই কেন্দ্রে দেওয়া হয়নি। অমেঠির পাশাপাশি রায়বরেলি আসনও কংগ্রেসকে ছেড়েছে মায়াবতী ও অখিলেশের জোট।
উল্লেখ্য, বৃহস্পতিবার সনিয়ার মনোনয়ন জমা দেওয়ার পরই আরও একবার গর্জে উঠতে দেখা যায় রাহুলকে। রাফাল ইস্যুতে নরেন্দ্র মোদিকে বিঁধে কংগ্রেস সভাপতি বলেন, “পাঁচ বছরে মোদি কিছু করেনি। রাফাল নিয়ে তর্কে বসুন। প্রয়োজনে আমি রেস কোর্সে (প্রধানমন্ত্রীর বাসভবন) যাব। আমি গ্যারান্টি দিয়ে বলছি, বিতর্কের পর মোদি আর চোখ মোলাতে পারবেন না।” আরও একধাপ এগিয়ে রাহুল বলেন, “নির্বাচনের রেজাল্টই প্রমাণ করে দেবে মোদি অপরাজেয় নন।”