লখনউ: বিএসএফে খারাপ মানের খাবার দেওয়া হয় জওয়ানদের, প্রকাশ্যে এই অভিযোগ এনে শোরগোল ফেলে দিয়েছিলেন তেজ বাহাদুর যাদব। বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে তাঁকে প্রার্থী করল সমাজবাদী পার্টি (সপা)। বিএসএফের ওই জওয়ানকে ওই চাঞ্চল্যকর দাবির একটি ভিডিও অনলাইনে পোস্ট করার পর ২০১৭-য় বরখাস্ত করা হয় সীমান্ত রক্ষী বাহিনী থেকে।
সেই তেজবাহাদুর বারাণসীতে মোদিকে চ্যালেঞ্জ করবেন বলে জানান সপা-র এক নেতা। সপ্তম দফায় বারাণসীতে ভোটগ্রহণ ১৯ মে। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন সেখানে। তাঁকে অখিলেশ যাদব, মায়াবতীর জোটের প্রার্থী করার সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্নের উত্তরে তেজবাহাদুর বলেন, দু্র্নীতি ইস্যু তোলায় বরখাস্ত হয়েছিলাম। বাহিনীকে শক্তিশালী করা, সেখান থেকে দুর্নীতি খতম করাই হবে আমার একমাত্র লক্ষ্য।
বারাণসীতে এর আগে সমাজবাদী পার্টি (সপা), বহুজন সমাজবাদী পার্টি (বসপা) জোট শালিনী যাদবের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছিল। জনৈক প্রাক্তন জনপ্রতিনিধির পুত্রবধূ শালিনী।
তিনি বারাণসীতে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে লড়তে চান বলে কয়েক সপ্তাহ আগে জানিয়েছিলেন তেজ বাহাদুর নিজেই। সেখানে কংগ্রেস ইতিমধ্যেই অজয় রাইকে প্রার্থী করেছে।
তেজ বাহাদুর ইউটিউবে পোস্ট করা সেই ভিডিওতে দাবি করেন, সীমান্তে কর্তব্যরত জওয়ানদের ‘পোড়া রুটি, জলের মতো চেহারার ডাল’ খাওয়ার সময় পরিবেশন করা হয়। ভিডিওটি হু হু করে ছড়ায়। তাঁর বিরুদ্ধে কোর্ট অব এনকোয়্যারির নির্দেশ দেয় ক্ষুব্ধ বিএসএফ কর্তৃপক্ষ। রিপোর্ট তলব করে প্রধানমন্ত্রীর দপ্তরও (পিএমও)। তেজবাহাদুরকে নিয়ন্ত্রণরেখার ডিউটি থেকে প্রথমে সরানো হয়, তারপর মিথ্যা অভিযোগ তোলায় বাহিনী থেকে বরখাস্তই করা হয়। ফের একটি ভিডিও পোস্ট করে বাহিনীর কর্তারা তাঁর অভিযোগগুলি খতিয়েই দেখেননি বলে অভিযোগ করেন তিনি। এর বছরখানেক বাদে বিএসএফ আধা সামরিক বাহিনীর জওয়ান, অফিসারদের পরিবেশিত খাবারের মান পরীক্ষা করে দেখার ভার দেয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থাকে(ডিআরডিও)।
বারাণসীতে মোদির বিরুদ্ধে সেই তেজ বাহাদুরকে প্রাথী সপা-র, বললেন, বাহিনীকে শক্তিশালী করা, তার দুর্নীতি দূর করাই লক্ষ্য হবে
Web Desk, ABP Ananda
Updated at:
29 Apr 2019 04:56 PM (IST)
সপ্তম দফায় বারাণসীতে ভোটগ্রহণ ১৯ মে। আজই মনোনয়ন জমা দেওয়ার শেষদিন সেখানে। তাঁকে অখিলেশ যাদব, মায়াবতীর জোটের প্রার্থী করার সিদ্ধান্ত সম্পর্কে প্রশ্নের উত্তরে তেজবাহাদুর বলেন, দু্র্নীতি ইস্যু তোলায় বরখাস্ত করা হয়েছিলাম। বাহিনীকে শক্তিশালী করা, সেখান থেকে দুর্নীতি খতম করাই হবে আমার একমাত্র লক্ষ্য।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -