বিস্ফোরক শনাক্তকরণ প্রশিক্ষণের জন্য সেনাবাহিনীকে পাঁচটি পোষা কুকুর উপহার দিলেন শ্রীলঙ্কার এক মহিলা
Web Desk, ABP Ananda | 29 Apr 2019 02:30 PM (IST)
ওই মহিলার নাম শিরু উইজিমানি। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।
কলম্বো: ধারাবাহিক বিস্ফোরণের পরিপ্রেক্ষিতে নিরাপত্তার স্বার্থে বিস্ফোরক শনাক্তকরণ প্রশিক্ষণের জন্য সেনাবাহিনীকে নিজের পোষা পাঁচটি জার্মান শেফার্ড কুকুর উপহার দিলেন শ্রীলঙ্কার এক মহিলা। কলম্বোর একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এমনই জানা গিয়েছে। ওই মহিলার নাম শিরু উইজিমানি। তিনি একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। সেনাবাহিনীর ব্রিগেডিয়ার এ এন অমরাশেখারার হাতে কুকুরগুলি তুলে দিয়েছেন শিরু। দু’টি কুকুরের বয়স দু’বছর। তাদের তিন সন্তানের বয়স ৬ মাস। শিরু জানিয়েছেন, বিস্ফোরক ও মাদক শনাক্তকরণের ক্ষেত্রে সেনাবাহিনীর ভূমিকায় তিনি মুগ্ধ। সেই কারণেই পোষা কুকুরগুলি সেনাবাহিনীকে উপহার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। শ্রীলঙ্কার সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, শিরুর উপহার দেওয়া কুকুরগুলিকে আগামী কয়েক সপ্তাহ ধরে শ্রীলঙ্কা ইঞ্জিনিয়ার্সের এক্সপ্লোসিভ অর্ডন্যান্স ডিসপোজাল স্কোয়াড্রনের প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর কুকুরগুলিকে কাজে লাগানো হবে।