কলকাতা: লোকসভা নির্বাচনী দামামা বেজে গিয়েছে। ভোট-যুদ্ধ শিয়রে। সব দলই জোরকদমে প্রচার শুরু করে দিয়েছে। এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২টি আসন কার দখলে যাবে, সম্ভাব্য ফলাফল জানতে জনমত সমীক্ষার মাধ্যমে একটা আভাস পাওয়ার চেষ্টা করেছে এবিপি আনন্দ।



এক নজরে দেখে নেওয়া যাক ‘দ্য নিয়েলসেন’-এর করা সেই জনমত সমীক্ষার দ্বিতীয় দফার ফল--

‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষার দ্বিতীয় দফার ফলাফল অনুযায়ী, ৪২টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস জিততে পারে ৩১টি আসনে। এর আগে গত সপ্তাহে প্রকাশিত প্রথম দফার সমীক্ষাতেও উঠে এসেছিল, রাজ্যের শাসক দল ৩১টিই আসনে জয়ী হতে পারে।


‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষার দ্বিতীয় দফার ফলাফল অনুযায়ী, বিজেপি জিততে পারে ৭টি আসনে। এর আগে গত সপ্তাহে প্রকাশিত প্রথম দফার সমীক্ষাতেও উঠে এসেছিল, রাজ্যের প্রধান বিরোধী তথা কেন্দ্রের শাসক দল ৮টি আসনে জয়ী হতে পারে।


‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, কংগ্রেস জিততে পারে ৪টি আসনে। এর আগে গত সপ্তাহে প্রকাশিত প্রথম দফার সমীক্ষাতেও উঠে এসেছিল, কংগ্রেস জিততে পারে ৩টি আসনে।


অন্যদিকে, ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা অনুযায়ী, আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যে একটিও আসনে জয়ের সম্ভাবনা নেই বামফ্রন্টের। এর আগে গত সপ্তাহে প্রকাশিত প্রথম দফার সমীক্ষাতেও উঠে এসেছিল, বামফ্রন্টের প্রাপ্তি শূন্য হতে পারে।

এবার দেখে নেওয়া যাক, আসন্ন লোকলভা নির্বাচনে  কোন দল পেতে পারে কত শতাংশ ভোট। ‘দ্য নিয়েলসেন’-এর জনমত সমীক্ষা দ্বিতীয় দফার ফল অনুযায়ী--

* তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩৮ শতাংশ ভোট। এর আগে, প্রথম দফার সমীক্ষাতে বলা হয়েছিল, তৃণমূল কংগ্রেস পেতে পারে ৩৭ শতাংশ ভোট।

* বিজেপি পেতে পারে ২৮ শতাংশ ভোট। এর আগে, প্রথম দফার সমীক্ষাতে বলা হয়েছিল, বিজেপি পেতে পারে ২৬ শতাংশ ভোট।

* কংগ্রেস পেতে পারে ১০ শতাংশ ভোট। এর আগে, প্রথম দফার সমীক্ষাতে বলা হয়েছিল, কংগ্রেস পেতে পারে ৯ শতাংশ ভোট।

* বামফ্রন্ট পেতে পারে ২২ শতাংশ ভোট। এর আগে, প্রথম দফার সমীক্ষাতে বলা হয়েছিল, বামফ্রন্ট পেতে পারে ২৪ শতাংশ ভোট।

* নির্দল ও অন্যান্যরা পেতে পারে ২ শতাংশ ভোট। এর আগে, প্রথম দফার সমীক্ষাতে বলা হয়েছিল, নির্দল ও অন্যান্যরা পেতে পারে ৪ শতাংশ ভোট।