শ্রীরামপুর: তৃণমূলের ৪০ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। ভোটের ফল প্রকাশের পর তাঁরা তৃণমূল ছাড়বেন। শ্রীরামপুরে লোকসভার ভোটের প্রচারে এসে বিজেপির জনসভায় এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেছেন, ‘দিদি, ২৩ মে ভোট গণনার দিন, সর্বত্র পদ্ম ফুটবে। আর আপনার বিধায়করা আপনাকে ছেড়ে যাবেন।এখনই ৪০ জন বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন’।
ইভিএমের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় বিরোধীদের একহাত নিয়েছেন মোদি। তাঁর দাবি, প্রতি দফাতেই ভয় বাড়ছে বিরোধীদের। আগে বিরোধীরা মোদিকে গালিগালাজ করত বিরোধীরা। এখন ‘হারের কথা অনুমান’ করে ইভিএম-কে গালিগালাজ করছে।
শ্রীরামপুরের জনসভায় মোদি অভিযোগ করেছেন, তৃণমূলের গুণ্ডাবাহিনী ভোটারদের ভোট দিতে বাধা দিচ্ছে।
মোদি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে স্বজনপোষণের অভিযোগ এনেছেন। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাইপোকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন।
মমতার প্রধানমন্ত্রী হওয়ার আকাঙ্খাকেও বিঁধেছেন মোদি। তিনি বলেছেন, ‘দিদি, দিল্লি দূর হ্যায়। ৪০ জন টিএমসি বিধায়ক আমার সঙ্গে যোগাযোগ রাখছেন। আর ভোটে বিজেপি জেতার পর আপনার সব বিধায়কই আপনাকে ছেড়ে যাবেন। আপনার পায়ের তলা থেকে রাজনৈতিক জমি সরে গিয়েছে’।
হারের কথা বুঝতে ফেরেই মমতা বন্দ্যোপাধ্যায় মাঝেমধ্যেই মেজাজ হারাচ্ছেন বলে কটাক্ষ করে মোদি বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নও তাঁর দেখা উচিত নয়। মোদি বলেছেন, ‘হাতে গোনা কয়েকটি আসন নিয়ে দিল্লি দিল্লি পৌঁছতে পারবেন না। দিল্লি অনেক দূর।দিল্লির কথা বলা অজুহাত মাত্র। তাঁর আসল উদ্দেশ্য, ভাইপোকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করা’।
‘দিদি, দিল্লি দূর হ্যায়’, তৃণমূলের ৪০ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন, শ্রীরামপুরের জনসভায় দাবি মোদির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
29 Apr 2019 04:13 PM (IST)
তৃণমূলের ৪০ জন বিধায়ক বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। ভোটের ফল প্রকাশের পর তাঁরা তৃণমূল ছাড়বেন। শ্রীরামপুরে লোকসভার ভোটের প্রচারে এসে বিজেপির জনসভায় এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -