ওয়াশিংটন: ভারতের নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতার ওপর তাদের পূর্ণ আস্থা আছে বলে জানাল আমেরিকা। যে দলই জিতে ক্ষমতায় আসুক, তাদের সঙ্গে তারা কাজ করবে জানিয়েছে ওয়াশিংটন। মার্কিন বিদেশ দপ্তরের মুখপাত্র মর্গান ওর্তাগুস সাংবাদিকদের বলেন, আমেরিকার দৃষ্টিকোণ থেকে বলব, আমরা ভারতীয় নির্বাচনের সততা, বৈধতার ওপর পুরোপুরি ভরসা আছে আমাদের। ফলাফলই যা-ই হোক না কেন, যে-ই জয়ী হোক, তাদের সঙ্গে কাজ করব আমরা।
অন্যান্য দেশে ভোটের সময় প্রতিনিধি, পর্যবেক্ষক পাঠালেও ভারতের নির্বাচন কমিশনের প্রবল স্বাধীন ভূমিকা থাকায় সেখানে পাঠাচ্ছে না আমেরিকা। মার্কিন মুখপাত্রটি বলেন, একাধিক বিষয়ে ভারত সরকারের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ক, সহযোগিতা আছে। বিদেশসচিব (মাইক পম্পিও) অনেকবার বলেছেন যে, আমরা ভারতের প্রকৃত কৌশলগত সহযোগী।
শান্তিপূর্ণভাবে বিরাট নির্বাচনী প্রক্রিয়া সম্পূর্ণ করায় ভারত ও তার জনসাধারণের প্রশংসা করেন তিনি, বলেন, এটা চমত্কার ব্যাপার। কেউ একজন আমায় আজ জানালেন, ভারতের নির্বাচন মানব সভ্যতার ইতিহাসে সবচেয়ে বড় ভোটপ্রক্রিয়া। আমার মনে হয়, পৃথিবীতে সব কিছুই যখন চলছে, তার মধ্যেই এটা নিয়ে আমরা একটু থমকে ভাবতে পারি, অবশ্যই এজন্য ভারতীয় জনগণের প্রশংসা করতে পারি।
বুধবার ওয়াশিংটন পোস্ট জানায়, গোটা দুনিয়ায় ভারতের নির্বাচন সবচেয়ে বড় নির্বাচনী প্রক্রিয়া। প্রায় ৯০ কোটি বৈধ ভোটার। ২০১৪ থেকে ৮ কোটির বেশি ভোটার বেড়েছে। সেবারের নির্বাচনে শেষ পর্যন্ত ভোট দেন ৫৫ কোটি।