নয়াদিল্লি: সাদামাটা প্রিয়ঙ্কায় একেবারে মোহিত বীজেন্দ্র। কংগ্রেসে যোগদানের পর অনেক নেতা নেত্রীর সান্নিধ্যেই এসেছেন, তবে ৪৭ বছরের প্রিয়ঙ্কা গাঁধী বঢরাকেই তাঁর সবথেকে বেশি মনে ধরেছে। দক্ষিণ দিল্লির কংগ্রেস প্রার্থী বক্সার বীজেন্দ্র সিংহর চোখে প্রিয়ঙ্কাই নেত্রী। আদর্শও বটে।
তাঁর সাফ কথা, “প্রিয়ঙ্কাজির সাধারণ এবং সাদামাটা ইমেজটাই আমার ভাল লাগে। তাঁর হাঁটাচলা, কথাবার্তা প্রতিটি ক্ষেত্রেই ইন্দিরা গাঁধীর ছায়া রয়েছে। আমি ভীষণভাবে প্রভাবিত।”
উল্লেখ্য, সপ্তাহ খানেক আগেই কংগ্রেসে যোগদান করেছেন হরিয়ানার বক্সার বীজেন্দ্র। লোকসভা নির্বাচনে তাঁকে দক্ষিণ দিল্লি থেকে প্রার্থীও করা হয়েছে। তিনি মূলত প্রতিদ্বন্দ্বিতা করবেন এই কেন্দ্রেরই বিদায়ী সাংসদ রমেশ বিধুরীর সঙ্গে। দক্ষিণ দিল্লি আপ প্রার্থী হিসেবে লড়বেন রাঘব চড্ডাও। তবে আপ প্রার্থী নিয়ে খুব একটা ভাবিত নন বীজেন্দ্র। রাঘবকে ‘বাচ্চা’ বলেই সম্বোধন করেছেন তিনি। একই সঙ্গে বিজেপি সাংসদ রমেশ বিধুরীকে ‘ভাল মানুষ নন’ বলেও কটাক্ষ করেছেন বীজেন্দ্র।
তাঁর কথায়, “কাউর সঙ্গেই আমার কোনও প্রতিযোগিতা নেই। আমি আমার কথাগুলো সবার সামনে রাখব। কোনও মিথ্যা প্রতিশ্রুতি দেব না। আমি একজন বাস চালকের ছেলে। এবং আমি একটি কৃষক পরিবারে বড় হয়েছি। শূন্য থেকে শুরু করেছি। এখন বসন্ত কুঞ্জের মতো জায়গায় থাকি।” কংগ্রেসে যোগদান নিয়ে বীজেন্দ্র আরও বলেন, যেখানে নিজের মতের সঙ্গে মত মিলবে সেখানেই যাব। যেখানে মতের অমিল রয়েছে, মিথ্যা রয়েছে সেখানে যাননি বলেও মন্তব্য করেছেন এই অলিম্পিক পদকজয়ী বক্সার। মোদিজি, রাহুলজি, প্রিয়ঙ্কাজি, সবার সঙ্গেই কথা হয়, তবে ‘মিথ্যা দেশপ্রেম’ তাঁকে প্রভাবিত করতে পারেনি বলেও মন্তব্য করেছেন বীজেন্দ্র। তিনি কংগ্রেসে এসেছেন কারণ, কংগ্রেস দেশের যুব সম্প্রদায়ের কথা বলছে এবং তাঁদের চাকরি নিয়ে ভাবছে।