নয়াদিল্লি: রাহুল গাঁধীর বড় ঘোষণা। ফের। রাজস্থানের ঢোলপুরে কংগ্রেস সভাপতি আগামী ৫ বছরে দেশের ৫ কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩.৬০ লক্ষ টাকা ফেলবেন বলে জানালেন। সোমবারের নির্বাচনী জনসভায় এ কথা জানান তিনি, সম্প্রতি ন্যায় প্রকল্পের কথা ঘোষণার পর। তিনি জানিয়েছিলেন, কংগ্রেস এবার ভোটে জিতে কেন্দ্রে সরকার গড়লে দেশের গরিবতম পরিবারগুলিকে বছরে ৭২ হাজার করে টাকা দেবে। এভাবে তাঁরা ন্যায় দেবেন বলে জানিয়েছিলেন রাহুল। আজকের ঘোষণায় রাহুল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে টার্গেট করে অভিযোগ করেন, উনি মানুষকে শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্টই খুলিয়েছেন, কিন্তু তাতে একটি পয়সাও জমা করেননি।
পাশাপাশি গত ৪৫ বছরে এখন বেকারি বেড়ে সবচেয়ে বেশি হয়েছে, ২২ লক্ষ সরকারি পদ শূন্য রয়েছে বলে দাবি করে ভোটে জিতে সরকার গড়লে কংগ্রেস তা এক বছরেই পূরণ করবে বলে ঘোষণা করেন রাহুল।
ন্যায় প্রকল্প নিয়ে বিরোধীরা নানা প্রশ্ন তুললেও রাহুলের দাবি, তা অর্থনীতির চাকাকে এগিয়ে দেবে, কর্মসংস্থান ঘটাবে, যুবকদের সামনে নতুন নতুন সুযোগ এনে দেবে।