কলকাতা: আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচ চলাকালে মেজাজ হারালেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক। আর এর খেসারত হিসেবে আচরণবিধি লঙ্ঘনের জন্য ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হল তাঁর।
প্রথমে ব্যাট করে কেকেআর মুম্বইয়ের সামনে জয়ের জন্য ২৩৩ রানের বিশাল লক্ষ্য রাখে। রান তাড়া করতে নেমে বেশ ছন্দেই ছিলেন রোহিত। তিনটি বাউন্ডারি মারেন তিনি। কিন্ত হ্যারি গুর্নির একটা বলে ঠকে যান রোহিত। অনফিল্ড আম্পায় তাঁকে আউট ঘোষণা করেন। রোহিত ওই সিদ্ধান্তের রিভিউ চান। কিন্তু সিদ্ধান্ত রোহিতের অনুকূলে যায়নি। এতে রোহিতকে আম্পায়ারের প্রতি অসন্তুষ্ট হন। কারণ, এক্ষেত্রে আম্পায়ারের সিদ্ধান্তই নির্ণায়ক হয়ে ওঠে।
ডাগআউটে যাওয়ার পথে রোহিত আম্পায়ারকে কিছু বলেন এবং বোলার এন্ডের স্ট্যাম্পের বেল ফেলে দেন।
এই অবাঞ্ছিত আচরণের জন্য রোহিতকে আইপিএলের আচরণবিধির ২.২-এর লেভেল এক অনুযায়ী অভিযুক্ত করা হয়।
একটা সময় মুম্বইয়ের ৫৮ রানে চার উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরান হার্দিক পান্ড্য। ৩৪ বলে ৯১ রানের রুদ্ধশ্বাস ইনিংস খেলেন তিনি। ১৮ তম ওভারে তাঁর আউটের পর ম্যাচের ভাগ্য কেকেআরের দিকে ঢলে পড়ে। শেষপর্যন্ত সাত উইকেটে ১৯৮ রানে থামতে হয় তাদের। কেকেআর ৩৪ রানে ম্যাচ জেতে।