লখনউ: ১৯৭৭ সালের রায়বরেলির ভোটের ফলের পুনরাবৃত্তি হবে কি ২০১৯ এর বারাণসীতে? বললেন মায়াবতী। জরুরি অবস্থা প্রত্যাহারের পর ৭৭-এ রায়বরেলিতে ইন্দিরা গাঁধীকে হারিয়ে ইন্দ্রপতন ঘটিয়েছিলেন রাজনারায়ণ। কাল বারাণসী কেন্দ্রের ভোটগ্রহণ, যেখানে প্রার্থী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার প্রাক্কালে বহুজন সমাজ পার্টি (বসপা) নেত্রী ট্যুইট করে মোদির পরাজয়ের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন।
উত্তরপ্রদেশের ক্ষমতাসীন যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে রাজ্যের পূর্বাঞ্চলের উন্নয়নে অবহেলা, উদাসীনতার অভিযোগ তুলে দলিত নেত্রীর ট্যুইট, প্রধানমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী প্রতিনিধিত্ব করা সত্ত্বেও পূর্বাঞ্চলকে দেওয়া প্রতিশ্রুতি, প্রত্যাশার পূরণ হয়নি। গোরক্ষপুর যোগীকে (আদিত্যনাথ) প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী মোদির পরাজয় কি এই জয়ের থেকেও বেশি ঐতিহাসিক হবে না? বারাণসী কি ১৯৭৭-এর রায়বরেলির পুনরাবৃত্তি ঘটাবে?







এ প্রসঙ্গে বিস্তারিত ব্যাখ্যায় যাননি মায়াবতী। ১৯৭৭-এর নির্বাচনে রায়বরেলিতে ইন্দিরা ১২২৫১৭টি ভোট পেয়েছিলেন, রাজনারায়ণ ১৭৭৭১৯ ভোট পেয়ে তাঁকে হারিয়ে ইতিহাস গড়েছিলেন।

ট্যুইটে ‘গুজরাত মডেলের উন্নয়ন’কেও কটাক্ষ করেছেন মায়াবতী। লিখেছেন, প্রধানমন্ত্রী মোদির গুজরাত উন্নয়ন মডেল উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলের চরম গরিবি, বেকারি, পশ্চাত্পদ হাল দূরীকরণে পুরোপুরি অসফল, যা প্রতিশ্রুতির খেলাপ করার সামিল। মোদি-যোগীর ডাবল-ইঞ্জিন সরকার উন্নয়নের পরিবর্তে দেশকে কেবলমাত্র জাতপাত, সাম্প্রদায়িক ঘৃণা, হিংসাই উপহার দিয়েছে। এটা খুবই বেদনার।