নাগপুর: বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা জ্যোতি আমগে আজ লোকসভা নির্বাচনে ভোট দিলেন। জ্যোতির নাম গিনেস ওয়ার্ল্ড বুক রেকর্ডে উঠেছে। নিজের ভোটাধিকার প্রয়োগের জন্য লাল ও চেক স্লিভলেস পোশাক পরে ভোটের লম্বা সারিতে ধৈর্য্য ধরে অপেক্ষা করলেন ২ ফুট ১ ইঞ্চি উচ্চতার জ্যোতি।



ভোট দেওয়ার পর ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে এসে জ্যোতি ভোটের কালি লাগানো আঙুল দেখিয়ে সবাইকে ভোটদানের আর্জি জানান।
উল্লেখ্য, জ্যোতিকে বিগ বস-৬-এও দেখা গিয়েছে।
লোকসভা ভোটের আজ প্রথম দফার ভোট। দেশের মোট ৯১ আসনে এদিন ভোট নেওয়া হল।