খন্না (পঞ্জাব): ১৯৮৪-র শিখ বিরোধী দাঙ্গা নিয়ে স্যাম পিত্রোদার মন্তব্যে অস্বস্তিতে পড়ে শেষ পর্যন্ত তাঁকে কার্যত তিরস্কার করলেন রাহুল গাঁধী। প্রবীণ কংগ্রেসি নেতার শিখ বিরোধী দাঙ্গা ‘হয়েছে তো হয়েছে’ (হুয়া তো হুয়া) মন্তব্যকে অস্ত্র করে প্রবল চাপ দিচ্ছে বিজেপি। তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ।
এই প্রেক্ষাপটে ১৯ মে পঞ্জাবে ভোটগ্রহণের মুখে ৮৪-র দাঙ্গার মতো সংবেদনশীল ইস্যুতে কংগ্রেস প্রার্থী অমর সিংহের সমর্থনে জনসভায় কংগ্রেস সভাপতি বলেছেন, ১৯৮৪-র (শিখ দাঙ্গা) নিয়ে স্যাম পিত্রোদা যা বলেছেন, তা পুরোপুরি অন্যায়। দেশবাসীর কাছে ওনার ক্ষমা চাওয়া উচিত। সবার সামনেই কথা বললাম, ফোনেও ওনাকে এটাই বলব। পিত্রোদাজি, যা বলেছেন, সেটা পুরোপুরি ভুল, আপনার এজন্য লজ্জিত হয়ে প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত।
জনসভায় পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিংহও হাজির ছিলেন। ফতেগড় সাহিব (সংরক্ষিত) কেন্দ্রে কংগ্রেসের লড়াই বিজেপি সহযোগী শিরোমনি অকালি দলের সঙ্গে।
গত শুক্রবার হরিয়ানার রোহতক, পঞ্জাবের হোসিয়ারপুরে ভোটপ্রচারে পিত্রোদার মন্তব্যে কংগ্রেসের ‘চরিত্র, ঔদ্ধত্য’ ফুটে উঠেছে বলে অভিযোগ করেন মোদি। রবিবার অমৃতসরে বিজেপি সভাপতি রাহুলকে প্রশ্ন ছুঁড়ে দেন, শিখ গণহত্যার সমর্থনে ওকালতি করার জন্য পিত্রোদা ক্ষমা চাইলেই কি বিষয়টা মিটে যাবে?
আপনার লজ্জা হওয়া উচিত! ১৯৮৪-র শিখ-বিরোধী দাঙ্গা নিয়ে মন্তব্যের জন্য পিত্রোদাকে তোপ রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
13 May 2019 05:19 PM (IST)
প্রবীণ কংগ্রেসি নেতার শিখ বিরোধী দাঙ্গা ‘হয়েছে তো হয়েছে’ (হুয়া তো হুয়া) মন্তব্যকে অস্ত্র করে প্রবল চাপ দিচ্ছে বিজেপি। তীব্র আক্রমণ করেছেন নরেন্দ্র মোদি, অমিত শাহ।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -