আহমেদাবাদ: বিবেক ওবেরয় অভিনীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক এখনও মুক্তি পায়নি। এই সিনেমায় মোদির চরিত্র অভিনয় করেছেন বিবেক ওবেরয়। এবার এই অভিনেতার নাম গুজরাতে লোকসভার ভোটে বিজেপির ৪০ তারকা প্রচারকদের তালিকায় দেখা গেল।
তারকা প্রচারকদের এই তালিকায় রয়েছেন স্মৃতি ইরানি, হেমা মালিনী ও পরেশ রাওয়ালও। নির্বাচন কমিশনের কাছে বিজেপির দাখিল করা এই তালিকায় স্বাভাবিকভাবেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহর নামও। অমিত শাহ এবার গুজরাতেরই গাঁধীনগর আসন থেকে প্রার্থী হয়েছেন।
ওমাঙ্গ কুমার বায়োপিক ‘পিএম নরেন্দ্র মোদি’-র পরিচালক। বায়োপিকটি এখন আইনি জটিলতার মধ্যে পড়েছে। কারণ, আগামী লোকসভা নির্বাচনের মুখে সিনেমাটির মুক্তির সময় নিয়ে বিরোধী দল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে অভিযোগ দায়ের করেছে। কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলির অভিযোগ, সিনেমাটি নামেমাত্র বায়োপিক, বাস্তবে প্রচারধর্মী। এতে সাধারণ নির্বাচনে বিজেপি অনৈতিক প্রচার ও সুবিধা পাবে।
এক কংগ্রেস নেতা সিনেমাটির মুক্তির বিরোধিতা করে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন। আগামী সোমবার মামলার শুনানির দিন ধার্য হয়েছে।
বিজেপি সূত্রের খবর, বিবেক ওবেরয় গুজরাতের বিভিন্ন কেন্দ্রে প্রচারে যাবেন। যদিও তাঁর কর্মসূচীর বিস্তারিত এখনও চূড়ান্ত হয়নি।
গুজরাতের ২৬ লোকসভা আসনে আগামী ২৩ এপ্রিল ভোটগ্রহণ করা হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
গুজরাতে বিজেপির তারকা প্রচারকদের তালিকায় মোদি বায়োপিকের অভিনেতা বিবেক ওবেরয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Apr 2019 07:44 PM (IST)
তারকা প্রচারকদের এই তালিকায় স্মৃতি ইরানি, হেমা মালিনী ও পরেশ রাওয়ালও। নির্বাচন কমিশনের কাছে বিজেপির দাখিল করা এই তালিকায় স্বাভাবিকভাবেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহর নামও। অমিত শাহ এবার গুজরাতেরই গাঁধীনগর আসন থেকে প্রার্থী হয়েছেন।
NEXT
PREV
নির্বাচন ২০২৩ (elections) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -