‘পাণিপথ’-এর প্রস্তুতি অর্জুন কপূরের, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 21 Apr 2019 12:31 PM (IST)
নতুন ছবি ‘পাণিপথ’-এর জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন অর্জুন কপূর। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজের একটি ছবি শেয়ার করেছেন অর্জুন। জিমে ওয়ার্কআউটের সময় আয়নায় নিজের সেলফি তুলেছেন তিনি। সদাশিব রাওয়ের ভূমিকায় অভিনয় করছেন অর্জূন
মুম্বই: নতুন ছবি ‘পাণিপথ’-এর জন্য জোরদার প্রস্তুতি নিচ্ছেন অর্জুন কপূর। সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নিজের একটি ছবি শেয়ার করেছেন অর্জুন। জিমে ওয়ার্কআউটের সময় আয়নায় নিজের সেলফি তুলেছেন তিনি। নিচে লিখেছেন, ‘এটা পাণিপথের প্রস্তুতির সময়’। বর্তমানে তাঁর নতুন ছবি ‘পাণিপথ’-এর জন্য নিজেকে তৈরী করছেন অর্জুন কপূর। ছবিতে তাঁর চরিত্রের জন্য বেশ শারিরীক কসরত করতে হচ্ছে তাঁকে। শোনা যাচ্ছে সদাশিব রাওয়ের ভূমিকায় অভিনয় করছেন তিনি। পাণিপথের তৃতীয় যুদ্ধে মারাঠা সেনাপ্রধান ছিলেন সদাশিব রাও। শারিরীক কসরত ছাড়াও চরিত্রের জন্য ঘোড়ায় চড়াও শিখতে হচ্ছে অর্জুনকে। আগামী মাসে মুক্তি পাচ্ছে অর্জুন কপূরের নতুন ছবি ‘ইন্ডিয়া’জ মোস্ট ওয়ান্টেড’