কলকাতা: আজ রাত পোহালেই সপ্তদশ লোকসভা নির্বাচনের একেবারে শেষ দফার ভোটগ্রহণ। সারা দেশে একাধিক আসনে ভোট রয়েছে। ভোটগ্রহণ হবে বারাণসী কেন্দ্রে। যেখানে প্রার্থী খোদ নরেন্দ্র মোদি (Narendra Modi)। সপ্তম দফায় ১ জুন ভোট রয়েছে বাংলাতেও। রাজ্যের ৯টি আসনে ভোট রয়েছে শনিবার। শেষ দফায় (Lok Sabha Election 2024) রাজ্যে সবচেয়ে বেশি আসনে ভোটগ্রহণ হচ্ছে। আর এই দফায় ভোটের লড়াইয়ে রয়েছেন শাসক থেকে বিরোধী সব দলেরই একাধিক হেভিওয়েট প্রার্থী। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, মালা রায়ের সঙ্গে সিপিএমের সুজন চক্রবর্তী, সৃজন ভট্টাচার্য, প্রতীক-উর-রহমান, অন্যদিকে বিজেপির তাপস রায়, দেবশ্রী চৌধুরী- শনিবার ভাগ্যনির্ণয় হবে একাধিক হেভিওয়েট প্রার্থীর।


শনিবার সপ্তম দফার লোকসভা নির্বাচন। কোন কোন আসনে নির্বাচন? বারাসাত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ, কলকাতা উত্তর- এই ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে পয়লা জুন।


স্পর্শকাতর বুথ:
সপ্তম দফায় মোট বুথের সংখ্যা ১৭ হাজার ৪৭০ টি। এর মধ্যে ৩ হাজার ৭৪৮ টি টি বুথ স্পর্শকাতর। এই দফায় বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে। মোট ৯৬৭ কোম্পানি বাহিনী মোতায়েন থাকবে সপ্তম দফার নির্বাচনে। থাকছে ১৯৫৮টি কুইক রেসপন্স টিম। লোকসভা নির্বাচনের শেষ দফায় ৩৩২৯৩ জন রাজ্য পুলিশ দায়িত্বে রয়েছে।


সপ্তম দফায় ভোট রয়েছে কলকাতায়। অশান্তি এড়াতে ৬০০ টি কুইক রেসপন্স টিম থাকবে শহরে। স্ট্রং রুমের নিরাপত্তাতেও বিশেষ নজর দিয়েছে নির্বাচন কমিশন। মোট ১৩ হাজার পুলিশ মোতায়েন থাকছে স্ট্রং রুমের নিরাপত্তায়। ত্রিস্তরীয় নিরাপত্তা থাকছে স্ট্রং রুমের বাইরে। স্ট্রং রুমের বাইরে মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী, সশস্ত্র পুলিশ ও লাঠিধারী পুলিশ ।


দমদম:
এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী সৌগত রায়, সিপিএম-কংগ্রেস জোটের প্রার্থী সুজন চক্রবর্তী, বিজেপির প্রার্থী শীলভদ্র দত্ত। এই কেন্দ্রে এবার মোট বুথের সংখ্যা ১ হাজার ৭৯২। যার মধ্যে পাঁচশোরও বেশি বুথ স্পর্শকাতর। 


বারাসত:
বারাসাত কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কাকলি ঘোষ দস্তিদার, বিজেপির স্বপন মজুমদার, বাম-কংগ্রেসের প্রার্থী সঞ্জীব চট্টোপাধ্যায়। রয়েছেন ISF-এর প্রার্থীও। এই কেন্দ্রে ১৯৯১ টি বুথ রয়েছে। যার মধ্যে স্পর্শকাতর বুথ ২৭০ টি।


বসিরহাট:
এবার বসিরহাট কেন্দ্রে রয়েছে সবার নজর। সম্প্রতি রাজ্য-রাজনীতিতে অন্যতম বড় ইস্যু সন্দেশখালি। এই লোকসভা কেন্দ্রের অধীনেই রয়েছে এই সন্দেশখালি বিধানসভা। এই লোকসভা কেন্দ্রে স্পর্শকাতর বুথের সংখ্যাও চোখে পড়ার মতো। মোট বুথের সংখ্যা ১৮৮২। যার মধ্যে ১০৯৬টি বুথ স্পর্শকাতর। এই কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলাম, বিজেপির প্রার্থী রেখা পাত্র, বাম-কংগ্রেসের প্রার্থী নিরাপদ সর্দার।


জয়নগর:
এই কেন্দ্রে ১৮৭৯ টি বুথের সঙ্গে স্পর্শকাতর বুথ ৬৮৬ টি


মথুরাপুর:
এই কেন্দ্রে ১৮৯৮টি বুথের মধ্যে ৪২০টি স্পর্শকাতর বুথ


ডায়মন্ড হারবার:
এই কেন্দ্রে রয়েছেন হেভিওয়েট প্রার্থী তৃণমূলের অভিষেক বন্দ্য়োপাধ্যায়। ওই আসনেই বাম-কংগ্রেসের প্রার্থী প্রতীক-উর-রহমান। বিজেপির হয়ে দাঁড়িয়েছেন অভিজিৎ দাস। রয়েছেন ISF-এর প্রার্থীও। এই কেন্দ্রে ১ হাজার ৯৬১ টি বুথ রয়েছে, যার মধ্যে স্পর্শকাতর বুথ ১৯৮ টি।


যাদবপুর:
এই কেন্দ্রে তারকা প্রার্থী রয়েছে তৃণমূলের। প্রার্থী হয়েছেন সায়নী ঘোষ। বাম-কংগ্রেসের ভরসা সৃজন ভট্টাচার্য। বিজেপির প্রার্থী হয়েছেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। প্রার্থী দিয়েছে আইএসএফ। যাদবপুরে মোট বুথের সংখ্যা ২ হাজার ১২০। এর মধ্যে ৩২৩ টি বুথ স্পর্শকাতর।


কলকাতা দক্ষিণ:
অন্যতম হেভিওয়েট কেন্দ্র কলকাতা দক্ষিণ। এই কেন্দ্রের ভোটার মমতা বন্দ্যোপাধ্যায়অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের প্রার্থী মালা রায়, বিজেপির প্রার্থী দেবশ্রী চৌধুরী, বাম-কংগ্রেসের প্রার্থী সায়রা শাহ হালিম। এই কেন্দ্রে ২ হাজার ৭৮ টি বুথ রয়েছে। ১১৭ টি বুথ স্পর্শকাতর।


কলকাতা উত্তর: 
এই আসনেও হেভিওয়েট লড়াই। তৃণমূলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়, বিজেপির প্রার্থী তাপস রায়, বাম-কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। মোট বুথের সংখ্যা ১ হাজার ৮৬৯ টি। এর মধ্যে স্পর্শকাতর বুথ ৬৬। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: পালাবে গরম! দেশে ঢুকল বর্ষা, বাংলা বৃষ্টি পাচ্ছে কবে?