কলকাতা: এদিনই শেষ হল লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) ভোটগ্রহণ। সপ্তম দফায় একাধিক অশান্তির খবরও এসেছে। দিনভর ভোটও হয়েছে।
বিকেল পাঁচটা পর্যন্ত ভোটদানের হার কোন কেন্দ্রে কত?
দমদম লোকসভা কেন্দ্র: ৬৭.৬০%
বারাসত লোকসভা কেন্দ্র: ৭১.৮০%
বসিরহাট লোকসভা কেন্দ্র: ৭৬.৫৬%
জয়নগর লোকসভা কেন্দ্র: ৭৩.৪৪%
মথুরাপুর লোকসভা কেন্দ্র: ৭৪.১৩%
ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র: ৭২.৮৭%
যাদবপুর লোকসভা কেন্দ্র: ৭০.৪১%
কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্র: ৬০.৮৮%
কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র: ৫৯.২৩%
বরানগর উপনির্বাচন:
এদিনই বরানগর বিধানসভা কেন্দ্রও উপনির্বাচন রয়েছে। সেখানে বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৬.৭০%
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।