আমতা : চার দফা শেষ। আর তাতে বিজেপি কতগুলো আসন নিশ্চিত করে ফেলেছে তা নিয়ে নিজের মতামত জানালেন অমিত শাহ। তাঁর দাবি, 'চার দফায় মোদিজি ২৭০ আসন পার করে সংখ্যাগরিষ্ঠার পাওয়ার কাজ শেষ করে ফেলেছেন।' এদিন আমতায় উলুবেড়িয়া কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণউদয় পালচৌধুরীর সমর্থনে সভায় বক্তব্য রাখার সময় এইমনই দাবি করলেন অমিত শাহ।
তিনি বলেন, "উলুবেড়িয়ায় জগদীশ চন্দ্র বসু, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে প্রণাম করে আমার বক্তব্য শুরু করছি। চার দফায় ২৭০ পেয়েছেন মোদিজি। উলুবেড়িয়ায় পঞ্চ দফায় ভোট। পঞ্চম দফার কাজ ৪০০ পার করানো। আমরা অনুব্রেশকারীদের খুঁজে বের করে হটাব। অনুপ্রবেশকারীদের খালি ছেড়ে দিয়েছেন মমতা দিদি। মমতা দিদির ভোট ব্যাঙ্ক অনুপ্রবেশকারীরা। ওদের খুশি রাখতেই CAA করতে দিচ্ছেন না । উনি যতই বিরোধিতা করুক সকল শরণর্থীকে নাগরিকত্ব দেওয়ার কাজ করবেন মোদিজি। CAA-র বিরোধিতায় মিছিল করেন মমতা। CAA বাতিল করার কথা বলেন রাহুল গান্ধী। রাহুল বাবা আপনি কী, আপনার দিদিমা এলেও CAA রদ করতে পারবেন না।"
এদিন সভামঞ্চ থেকে আগাগোড়া মমতাকে নিশানা করেন শাহ। তিনি বলেন, "কেন্দ্রের সব প্রকল্প নিজের নামে চালান মমতা । আবাস, স্বচ্ছ ভারত সব নিজের নামে করেছেন । পয়সা কে দিচ্ছে আর নাম কে লাগাচ্ছে। মমতা দিদি আপনাকে চিনে গেছে বাংলার জনতা। হাওড়া উলুবেড়িয়ার জরির কাজ বিখ্যাত ছিল। তৃণমূল এই কাজ শেষ করে দিয়েছে। বিজেপি এই কাজকে পুনরুজ্জীবিত করবে। রূপনারায়ণ নদের ওপরের ক্যানেলে নিজের দোকান খুলেছে ভাইপো। কৃষকরা জল পাচ্ছে না, কাটমানি নিচ্ছে তৃণমূল। মোদিজি সব ঘরে পানীয় জল পৌঁছে দিয়েছে। মোদিজিকে তৃতীয় বার প্রধানমন্ত্রী বানালে সব ঘরে জল পৌঁছে দেবে বিজেপি। "
তিনি আরও বলেন, "মমতা দিদি বলেন বিজেপি এলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আমি আশ্বত করছি, কোনও যোজনা বন্ধ হবে না। আমরা টাকা বাড়িয়ে দেব। স্বাস্থ্য পরিষেবায় ৫ লক্ষ টাকা দেন মোদি। মমতা দিদি এখানে তা লাগু হতে দেন না। এনার এক মন্ত্রীর ঘর থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছে। যাঁরা গরিব উলুবেড়িয়াবাসীর টাকা খেয়েছেন, বেছে বেছে জেলে পোরা হবে।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।