ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর: কাঁথির বিজেপি প্রার্থী এবং শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই সৌমেন্দু অধিকারীর সমর্থনে ভূপতিনগরে ভোট-প্রচারে অমিত শাহ (Amit Shah)। এনআরসি-সিএএ (CAA) থেকে শুরু করে রামমন্দির ছত্রে ছত্রে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন অমিত শাহ। শাহের বক্ৃতায় উঠে এল ভারত-পাক সীমান্ত সমস্যা, পাক-নিয়ন্ত্রণাধীন কাশ্মীর থেকে শুরু করে রাজ্যের দুর্নীতির অভিযোগের কথাও। তার সঙ্গেই ফের তাঁর মুখে জয়ের আসন সংখ্যা নিয়ে শোনা গেল বড় দাবি   


এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) পাঁচ দফায় ভোটগ্রহণ হয়েছে। এখনও ২৫ মে ও ১ জুন-এ ষষ্ঠ ও সপ্তম দফায় ভোটগ্রহণ বাকি রয়েছে। এখনও পর্যন্ত হওয়া পাঁচ দফার ভোটে কত আসন বিজেপির দখলে এসে গিয়েছে তার দাবি করলেন অমিত শাহ। শাহ বলেন, '৫ দফার ভোটেই নরেন্দ্র মোদি ৩১০ আসন পার করে গিয়েছে। মমতার ইন্ডিয়া জোটের মুখ শুকিয়ে গিয়েছে।'


বাংলা থেকে ৩০টারও বেশি আসন পাবে বিজেপি- এই দাবি আগেও করেছেন অমিত শাহ। সেই দাবিতেই অনড় থেকে শাহ বলেন, 'এবার বাংলা থেকেই নরেন্দ্র মোদি ৩০ আসন পেতে চলেছেন। বিজেপি ৩০ আসন পেলেই তৃণমূল টুকরো টুকরো হয়ে যাবে। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের বিদায় আসন্ন।' 


 







কোলাঘাটে শুভেন্দুর ভাড়া বাড়িতে হানা দিয়েছিল পুলিশ। সেই ঘটনায় এখন তোলপাড় রাজ্য-রাজনীতি। ওই ঘটনায় কেশপুর থেকে ঘাটালের সভা না করেই কোলাঘাটে হাজির হয়েছিলেন শুভেন্দু। 'অস্ত্র, মাদক বাড়িতে নিয়ে গিয়ে ফাঁসানোর চেষ্টা করছিল', পুলিশের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তুলে কোলাঘাট থানায় গিয়েছিলেন শুভেন্দু। ওই ঘটনার প্রসঙ্গই উঠে এল অমিত শাহের বক্তব্যে। শাহের তোপ, 'শুভেন্দু অধিকারীর বাড়িতে পুলিশ হানা দিয়েছে। আমরা ভয় পাই না, পুলিশের অপব্যবহার বন্ধ করুন। না হলে বাংলার মানুষ ২-৪টি আসনও এবার দেবে না।' সঙ্গে তাঁর সংযোজন, 'শুভেন্দুর উপর মমতা যত অত্যাচার করবেন, শুভেন্দুকে বিজেপি তত বড় করবে। ৫ দফার ভোট হয়েছে, মমতার গুন্ডারা কিছু করতে পারেনি। কাঁথির মানুষ ভোট দিতে ভয় পাবেন না।'


সম্প্রতি ভারত সেবাশ্রম সঙ্ঘ, রামকৃষ্ণ মঠ ও মিশন, ইসকন নিয়ে মমতার মন্তব্য়ের পর শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তোপ দেগেছিলেন নরেন্দ্র মোদিও। এবার সেই বিষয়টি নিয়ে তোপ দাগলেন অমিত শাহ। তাঁর তোপ, 'ভারত সেবাশ্রম না থাকলে পশ্চিমবঙ্গ আজ বাংলাদেশের সঙ্গে থাকত। ভোটের জন্য সন্ন্যাসীদের নিশানা বন্ধ করুন, এমনিতেও মমতা জিতবেন না'


মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করার সময় প্রায়শই নন্দীগ্রামে তাঁকে হারানো বিষয়টি তুলে ধরেন শুভেন্দু অধিকারী। বিষয়টি নিয়ে কদিন আগেই পাল্টা তোপ দেগেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওই প্রসঙ্গ উঠে এল অমিত শাহের মুখে। তাঁর তোপ, 'নন্দীগ্রামে শুভেন্দু মমতাকে হারানোর পর অন্য রাস্তায় মুখ্যমন্ত্রী হয়েছেন। এবার এমন ভাবে বিজেপিকে জেতান, যাতে মমতা দ্বিতীয় রাস্তা খুঁজে না পান'


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: এবার 'অস্ত্র' ছবি! ফের কুণালের নিশানায় রাজ্যপাল!