হুগলি: আজ পঞ্চম দফা ভোটের দিনে (Lok Sabha Election 2024) সকাল থেকেই বাংলার ৩ জেলায় ৭ কেন্দ্রে কমবেশি অশান্তির অভিযোগ উঠে আসছে। তবে এবার সামনে এল গুরুতর অভিযোগ। হুগলি লোকসভা কেন্দ্রের আরামবাগের খানাকুলে বোমাবাজির অভিযোগ উঠেছে (Bomb blast in Khanakul)। বোমাবাজির অভিযোগে ইতিমধ্যেই বিজেপি কর্মী আটক করা হয়েছে। বাইকে চেপে বোমাবাজির অভিযোগ উঠেছে। হাতেনাতে পাকড়াও ১, ২টি বোমা উদ্ধারের দাবি। চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা, পাল্টা দাবি বিজেপির।
খানাকুলের ঘোলা প্রাথমিক বিদ্যালয়, বুথের থেকে ৫০-১০০ মিটারের মধ্যে এক ব্যাক্তি মোটর সাইকেলে করে বোমা নিয়ে ভয় দেখাচ্ছিলেন বলে অভিযোগ। এরকমও শোনা গিয়েছে যে, তিনি বোমা ছুঁড়েওছিলেন। এমনও অভিযোগ করা হয়েছে, তৃণমূল কংগ্রেসের তরফে। স্থানীয় মানুষজন ওই মোটর সাইকেলটিকে ধাওয়া করেন। এবং ওই যুবককে হাতে নাতে ধরে ফেলেন। তাঁর কাছ থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়েছে। সেই তাজা বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য এই মুহূর্তে পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। এবং ওই যুবককে আটক করা হয়েছে। ওই যুবক বিজেপির সমর্থক বলে দাবি করা হয়েছে।
প্রসঙ্গত, ভোটের আগে আমডাঙা বিধানসভার হরপাড়া গ্রামে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ার অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনার পর ফের একবার তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছিলেন ব্য়ারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংহ। বিজেপির তোলা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। শনিবার আমডাঙা বিধানসভার হরপাড়া গ্রামে বিজেপি নেতার বাড়ি লক্ষ্য় করে বোমা ছোড়ার অভিযোগ উঠেছিল।
আরও পড়ুন, হুগলিতে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
বিজেপি নেতার দাবি, শনিবার গভীর রাতে তাঁর বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয়।ঝনঝনিয়ে ভেঙে পড়ে জানালার কাচ। তাঁর অভিযোগ এই ঘটনার নেপথ্য়ে রয়েছে তৃণমূল আশ্রিত দুস্কৃতীরা। বিজেপি কর্মী মহম্মদ আবু হেনা বলেন, 'ভোট যত এগিয়ে আসছে তৃণমূল তত ক্ষিপ্ত হচ্ছে আমার প্রতি এবং গতকাল রাতে তারা বোমাবাজি করে, ভাঙচুর করে। সব তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা। আমি যতেষ্ট আতঙ্কিত।'
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।