কলকাতা: ভোট শুরুর ২ ঘণ্টার মধ্যেই কমিশনে (Election Commission) ৪৭১টি অভিযোগ জমা। তৃণমূলের তরফে ৩০টি, সিপিএমের ২৫টি ও বিজেপি ২২টি অভিযোগ দায়ের করেছে। গয়েশপুরে বিজেপি নেতার উপর হামলায় রিপোর্ট তলব কমিশনের। লিলুয়ায় প্রিসাইডিং অফিসারকে মারধরের ঘটনায় অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। 


পঞ্চম দফার ভোটে একাধিক অভিযোগ উঠেছে বাংলাজুড়ে। এদিন বনগাঁ লোকসভা কেন্দ্রের গয়েশপুরে বিজেপি নেতাকে মারধরের অভিযোগ ওঠে। বিজেপির গয়েশপুর শহর মণ্ডল সাধারণ সম্পাদক সুবীর বিশ্বাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। একইসঙ্গে আক্রান্ত বিজেপি কর্মী জয়ন্ত জয়ধর বিজেপি নেতার অভিযোগ, ভোটারদের ভোট গ্রহণ কেন্দ্রে যেতে বাধা দিচ্ছে তৃণমূল। অভিযোগ, তার প্রতিবাদ করায় তৃণমূলের কর্মী সমর্থকরা রাস্তায় ফেলে মারধর করেছে বিজেপি নেতাকে। গয়েশপুর নিয়ে রিপোর্ট চাইল কমিশন। আহত দলীয় কর্মীদের দেখতে কল্যাণী এইমসে গেলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। হামলাকারীদের গ্রেফতারির দাবিতে অবস্থান বিজেপি প্রার্থীর। 


ভোট শুরুর আগেই লিলুয়া ভারতীয় হাইকুলের ১৭৬ নম্বর বুথে প্রিসাইডিং অফিসার চড়-থাপ্পড় মারার অভিযোগ উঠেছে পোলিং এজেন্টদের বিরুদ্ধে। সরিয়ে দেওয়া হল প্রিসাইডিং অফিসারকে। এখানে একটাই দল, আমাকে মারা হল, অথচ সরানো হল আমাকেই। ক্ষোভ প্রকাশ করলেন প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। প্রায় ৩ ঘণ্টা পর ওই বুথে শুরু হল ভোটগ্রহণ। প্রিসাইডিং অফিসারের অভিযোগ, ভোট শুরুর আগে তাঁকে মারধর করা হয়। কাঁদো কাঁদো মুখে, করজোড়ে হাওড়ার বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তীর কাছে অভিযোগও জানান প্রিসাইডিং অফিসার গৌতম মান্না। ঘটনাস্থলে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি প্রার্থী। রিপোর্ট চাওয়ার পর প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয় কমিশন। 


আরও পড়ুন, 'মহিলা ভোটারদের আটকাচ্ছে..', তারকেশ্বরে তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ BJP-র


অপরদিকে, নতুন কায়দায় ভোট লুঠ করছে তৃণমূল। ভোটার সহায়তা কেন্দ্রে বসিয়ে রেখেছে এজেন্টদের। ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। এই অভিযোগ তুলে ধনেখালিতে ভোটার সহায়তা কেন্দ্রে গিয়ে একেক জনকে ধরে বার করলেন লকেট চট্টোপাধ্যায়। একজনের কাছে মিলল তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ফর্ম। ধনেখালির ১১৭ ও ১১৮ নম্বর বুথের ঘটনা। নির্বাচন কমিশনে অভিযোগ জানাব, বললেন হুগলির বিজেপি প্রার্থী। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)