মনোজ বন্দ্যোপাধ্যায়, পশ্চিম বর্ধমান: বিজেপি কর্মীর মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ (BJP)। বিজেপি নেতার ভাইকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগের তীর তৃণমূলের দিকে।ভিত্তিহীন অভিযোগ পাল্টা দাবি তৃণমূল নেতৃত্বের। 'মদ খেয়ে নিজেদের মধ্যে গণ্ডোগোল, এর মধ্যে রাজনীতি নেই', দাবি জেলা তৃণমূল নেতৃত্বের।


ভোটের মুখে BJP নেতাকে বেধড়ক মার, ছাড় পেলেন না ভাইও


আসানসোল লোকসভার অন্তর্গত অণ্ডালের  পার্টি অফিসে বিজেপির কর্মী সম্মেলন ছিল।  কর্মী সম্মেলনে এসেছিলেন দলের প্রার্থী সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া। অভিযোগ, বিজেপির যুব মোর্চার দুই নম্বর মণ্ডলের কর্মী সঞ্জয় চৌধুরীর একটি দোকান আছে কাজোরার লচিপুরে। কয়েকজন এসে প্রথম কোনও জিনিস কেনার নাম করে ঝগড়া করে। তারপর মারধর করে সঞ্জয় চৌধুরির ভাইকে। খবর পেয়ে বাড়ি থেকে দোকানে ছুটে আসে বিজেপি যুব মোর্চার নেতা সঞ্জয় চৌধুরী।


 ভিত্তিহীন অভিযোগ : তৃণমূল নেতৃত্ব


অভিযোগ, প্রতিবাদ করা মাত্রই তাঁকেও  মারা হয়। ফাটিয়ে দেওয়া হয় মাথা বলে অভিযোগ। অভিযোগের তীর স্থানীয় এক তৃণমূল কর্মী ও তাঁর দলবলের বিরুদ্ধে। অন্ডাল থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। যদিও 'ভিত্তিহীন অভিযোগ' বলছে তৃণমূল নেতৃত্ব। গোটা ঘটনাকে ঘিরে অণ্ডালের কাজোড়া এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।


দুষ্কৃতীরা ধরা না পড়ে তাহলে লাগাতার আন্দোলন শুরু হবে : জেলা বিজেপি সভাপতি


জেলা বিজেপি সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, হুঁশিয়ারি দিয়ে বলেছেন,' যদি দুষ্কৃতীরা ধরা না পড়ে তাহলে লাগাতার আন্দোলন শুরু হবে, আসানসোল লোকসভা নির্বাচনে হার নিশ্চিত জেনেই তৃণমূল মারমুখী হয়ে উঠেছে' বলে তার অভিযোগ। পুলিশ সূত্রে বলা হয়েছে, ঘটনার সাথে রাজনৈতিক কোনও যোগসূত্র নেই। দুজনের মধ্যে মদ খাওয়াকে কেন্দ্র করে গন্ডগোল। সেই রকমই একটি অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। 


আরও পড়ুন, মুর্শিদাবাদে ঘুণ ছড়াচ্ছে, তৃণমূলের মধ্যে অহঙ্কার জন্মাচ্ছে : বিস্ফোরক TMC বিধায়ক হুমায়ুন কবীর


 একইদিনে ঝাড়গ্রামের বিজেপি প্রার্থী প্রণত টুডুর প্রচারের মাঝেও হামলার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। সাঁকরাইলে বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ বিজেপির। অভিযোগ অস্বীকার করে পাল্টা বিজেপির বিরুদ্ধে তাদের পতাকা টাঙাতে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে তৃণমূল। অনুমতি ছাড়াই প্রচারে গিয়েছিলেন বিজেপি প্রার্থী, দাবি পুলিশের।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।