রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: লোকসভা ভোটের (Lok Sabha Election 2024) মুখে ফের বিস্ফোরক ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। বললেন, 'মুর্শিদাবাদে ঘুণ ছড়াচ্ছে। তৃণমূলের মধ্যে অহঙ্কার জন্মাচ্ছে।' যার জেরে ভোটের মুখে অস্বস্তিতে পড়েছে তৃণমূল। বিতর্ক শুরু হতেই অবশ্য সাফাই দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক (Humayun Kabir)। 


ভরতপুর তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'এই ঘুণ কিন্তু মুর্শিদাবাদ জেলায় ছড়াচ্ছে। তৃণমূলের মধ্যে অহঙ্কার জন্মাচ্ছে।' ফের স্বমহিমায় তৃণমূলের হুমায়ুন কবীর। এবার তাঁর গলায় সতর্কবাণী।যার জেরে ভোটের মুখে অস্বস্তিতে তৃণমূল। একদিকে বহরমপুরের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান ও অন্যদিকে মুর্শিদাবাদের তৃণমূল প্রার্থী আবু তাহের খানের মাঝে বসেই সমালোচনার সুর শোনা গেল হুমায়ুন কবীরের গলায়। হুমায়ুন কবীর বলেন,এই অহঙ্কার কিন্তু, মহান আল্লা অহঙ্কারীকে বরদাস্ত করেন না। পছন্দ করেন না। তাই আমি বলব আমাদের মধ্যে কেন এত বিভাজন থাকবে? রাজ্য নেতৃত্বের কাছে আমি পরিষ্কার করেই বলব বা বলছি, আগামী দিনে যেন এসব না হয়। 


জেলা নেতৃত্বের সঙ্গে তীব্র মতবিরোধ,লোকসভা থেকে পঞ্চায়েত ভোটের প্রার্থিপদ নিয়ে অসন্তোষ, কখনও নবীন-প্রবীণ বিতর্ক, সাম্প্রতিক অতীতে বারে বারে বিতর্কের শিরোনামে উঠে এসেছেন মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক। এবার লোকসভা ভোটের মুখে ফের মুখ খুলে রাজ্য-রাজনীতিতে অন্য মাত্রা যোগ করলেন হুমায়ুন কবীর।মুর্শিদাবাদের কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস বলেন, হুমায়ুনের বক্তব্য আর ফাঁকা ঢোলের আওয়াজ একই। ওর বক্তব্য়ের কোনও দাম আছে নাকি? বিতর্ক শুরু হতেই সাফাই দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। 


আরও পড়ুন, 'CBI মেয়েকে হেফাজতে নিয়েছে..', ভাটপাড়ার উপ-পুরপ্রধানের স্ত্রীকে 'হুমকি' ফোন, নিশানায় অর্জুন


  হুমায়ুন কবীর বলেন, 'ঘুণ ধরে বলিনি। যেটা বলেছি, সেটা আবার বলছি, রিপিট করছি, আমাদের প্রচুর কর্মী তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী নেতৃত্ব অনেক রয়েছে। তাদের মধ্য়ে কিছুটা অহঙ্কার জন্মেছে। তারা মনে করছে যে আমরা, এমনি এমনিই সব ভোট হয়ে যাবে। ক্য়ারিশমাতেই ভোট হয়ে যাবে। ভোট অত সহজ জিনিস না। যারা সক্রিয় কর্মী তাদেরকে বলেছি আরও সক্রিয় হতে।' বহরমপুর-মুর্শিদাবাদ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি অপূর্ব সরকার বলেন,'হয়তো তার কোথাও কিছু মনে করেছেন। দলের ভালর জন্য বলেছেন। কথা বলব।' ৭ মে তৃতীয় দফায় মুর্শিদাবাদ ও ১৩ মে চতুর্থ দফায় বহরমপুরে ভোটগ্রহণ। সেখানে শেষ হাসি হাসবেন কে, জানা যাবে ৪ জুন। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।