করুণাময় সিংহ, মালদা: শুভেন্দু অধিকারীর সভা (Suvendu Adhikari Rally) থেকে ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের উপর হামলা (Attacked On BJP Worker)। বাঁশ, লাঠি নিয়ে গাড়িতে হামলা করা হয়েছে বলে অভিযোগ। মাথা ফেটেছে উত্তর মালদার যুব মোর্চার সম্পাদকের। গোটা ঘটনায় গুরুতর জখম উত্তর মালদার যুব মোর্চার জেলা সম্পাদক সহ ৬ জন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে তড়িঘড়ি আড়াইডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। বর্তমানে সেখানেই তারা চিকিৎসাধীন। মালদার রতুয়া থানার বাহারাল বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটেছে। হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।
শুভেন্দুর সভা সেরে ফেরার পথে বিজেপি কর্মীদের উপর হামলা
এদিন মালদা উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মুর সমর্থনে একটি জনসভার আয়োজন করা হয়েছিল রতুয়ায়। জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা শেষ করে বাড়ি ফেরার পথে বিজেপি কর্মী সমর্থকদের ওপর হামলা চালান হয় বলে অভিযোগ। হামলা চালানোর অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর জখম হয়েছে উত্তর মালদার যুব মোর্চার সম্পাদক শুভম স্বর্ণকার, রাজু চৌধুরী, উদয় চৌধুরী, তপন চৌধুরী সঞ্জয় চৌধুরী সহ গাড়ির চালক সুজন ঘোষ। তাদের বাড়ি পুখুরিয়ার মুরচা এলাকায়।জানা গিয়েছে, এদিন সভা শেষ করে বিজেপির কর্মী সমর্থকরা একটি ম্যাজিক গাড়িতে করে ফিরছিলেন। হঠাৎ তাদের ওপর ১০০ থেকে ১৫০ জন হামলা চালায়।যদিও,' এই হামলার অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন', বলে দাবি মালদা জেলার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক মেহবুব আলম সরকারের।
আরও পড়ুন, 'পোস্ট দিয়েছে, সম্মান দেয়নি..', রাষ্ট্রপতির প্রসঙ্গ তুলে দেবের নিশানায় এবার প্রধানমন্ত্রী
আগামী সপ্তাহের শুরুতে, এমন একটা বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে : শুভেন্দু
মূলত এদিন শুভেন্দু অধিকারী বলেন, কাল রবিবার, আগামী সপ্তাহ শুরু হতে চলেছে। আপনারা দেখবেন, আমি বলব না বিস্তারিত। আগামী সপ্তাহের শুরুতে, এমন একটা বোমা পড়বে, তৃণমূল বেসামাল হয়ে যাবে। সোমবার SSC-র নিয়োগ দুর্নীতির মামলার রায় ঘোষণা করতে চলেছে কলকাতা হাইকোর্ট। দুর্নীতির মাথাদের নাম কি সামনে আসবে? এবার বিচার পাবেন আন্দোলনকারী যোগ্য চাকরিপ্রার্থীরা? তা নিয়ে যখন জোর চর্চা চলছে, তখন তৃণমূলকে আক্রমণ করে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু বলেন, 'নিশ্চিন্ত থাকুন। তৃণমূল কূলকিনারা পাবে না, সেই ব্যবস্থার দিকে যাচ্ছে, অপেক্ষা করতে থাকুন। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে।'