রাজীব চৌধুরী, মুর্শিদাবাদ: লোকসভার চতুর্থ দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর কাজ নিয়ে উষ্মা প্রকাশ করেছেন বিজেপি প্রার্থীরা। রাজ্য পুলিশ নিয়ে নানা অভিযোগ করেছে বিরোধী দলগুলি। সেখানে বড়ঞায় একটু অন্যরকম ছবি। বহরমপুরের বড়ঞায় বুথের বাইরে তৃণমূল কর্মীকে সপাটে চড় মারতে দেখা গেল পুলিশের। করা হল লাঠিপেটাও। অভিযোগ, হরিবাটি শিশুশিক্ষা কেন্দ্রের এই বুথে কংগ্রেসের এজেন্টকে বসতে বাধা দেয় তৃণমূল। এই নিয়ে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
সোমবার সকালে, বহরমপুর লোকসভা কেন্দ্রের বড়ঞায়, হরিবাটি শিশুশিক্ষা কেন্দ্রের বুথের বাইরে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের ধাক্কাধাক্কি শুরু হয়। অভিযোগ, তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মুর্শেদের নেতৃত্বে কংগ্রেসের এজেন্টকে বারবার বার করে দেওয়া হয়। বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীরঞ্জন চৌধুরী বলেন, 'বড়ঞায় ৫১, ৫২, ৫৩ এবং ৪৪ চারটে বুথে, যেখানে তৃণমূলের একটা গুন্ডা আছে। ওখানটায় নেতা এবং তৃণমূলের মস্তান, মিস্টার জজ। সে তার নিজের গ্রাম হরিমাটি, সেখানে আমাদের তিনটে বুথের এজেন্টকে, সকালে হামলা করে তাঁদের বার করে দিয়েছে। তাঁরা একটু দুর্বল প্রকৃতির লোক। স্বাভাবিকভাবেই ওই জায়গাটা নিয়ে আমাদের একটু চিন্তা হচ্ছে। ওইখানটায় আমাদের নতুন করে আবার এজেন্ট দেওয়ার দরকার আছে। সেই সব এজেন্টগুলোকে আমরা ঢোকাতে চাইছি কিন্তু তারা ভয়ে এলাকা ছেড়ে বেরিয়ে গেছে। আবার তাদেরকে ঢোকানোর চেষ্টা করছি।'
পাল্টা বড়ঞা উত্তর-এর তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মুর্শেদের দাবি, 'বুথ জ্য়াম করেছি কি না করেছি, আপনারা গিয়ে দেখুন না।'
অশান্তির খবর পেয়ে সেখানে পৌঁছে যায় পুলিশ। প্রথমে বুথের সামনে দাঁড়িয়ে থাকা একজনকে ধমক দেয় পুলিশ। এক অফিসারকে বলতে শোনা যায়,' বারবার ছোটাছুটি করছিস কেন? একবার এখানে দাঁড়াচ্ছিস, আরেকবার ওখানে দাঁড়াচ্ছিস।' এরপর লাইনে দাঁড়িয়ে থাকা একজনকে সপাটে চড় মারতে দেখা যায় পুলিশকে। পরপর চড় মারার পরে লাঠি দিয়ে আঘাত করে পুলিশ। এরপর লাঠির বাড়ি মারতে মারতে তাঁকে সরিয়ে নিয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, এই যুবক তৃণমূলের কর্মী।
রাস্তা পুরো ফাঁকা করে দেয় পুলিশ। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একের পর এক মোটরবাইকে শুরু হয় লাঠি দিয়ে মার। যদিও ওই এলাকায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন কংগ্রেস কর্মীরাও। পুলিশের সামনে ক্ষোভ উগড়ে দেন স্থানীয় বাসিন্দারাও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: 'তারকা' প্রার্থী দেখেই পকেট থেকে বেরোল মোবাইল! শাসক-বিরোধী মিলে দেদার সেলফি