তুহিন অধিকারী, বাঁকুড়া: এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) নিয়ে এমনতিই চাপের মুখে রাজ্য। এই মামলায় আপাতত চাকরি বহাল হলেও, ১৬ জুলাই 'সুপ্রিম' শুনানির পরই প্রকৃত ভাগ্য নির্ধারণ হবে (SSC Recruitment Scam SC Hearing)। এত সব কিছুই ঘটে লোকসভা ভোটের মধ্যে (Lok Sabha Election 2024 )। আর ঠিক এমনই এক আবহেই পথসভায় বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (BJP Leader Sukanta Majumdar)। 


টাকা দিয়ে পাওয়া চাকরি বেশিদিন বাঁচবে না, তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন : সুকান্ত


সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার কোতুলপুর নেতাজী মোড়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, 'টাকা দিয়ে পাওয়া চাকরি বেশিদিন বাঁচবে না। এটাই সুযোগ। তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন। একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান। বিজেপি ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে সেই টাকা উদ্ধার করে দেবে।' পরে নিজের বক্তব্যের সমর্থনে সুকান্ত মজুমদার বলেন, 'বেকার ছেলেদের অনেকে জমি বিক্রি করে চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছে। এখন চাকরি চলে গেলে সে কী করবে ? তাকে তো টাকাটা আদায় করে দিতে হবে। সে একা না পারলে আমরাও সঙ্গে যাব।' 


জনগণের টাকা এখন যে যত খাচ্ছে, খেতে দিন, পরে উল্টো করে টাঙিয়ে বমি করাব : সুকান্ত


শুধু চাকরির টাকা আদায়ই নয়, তার পাশাপাশি সুকান্ত মজুমদার এদিন দুর্নীতি প্রসঙ্গেও তৃণমূলকে একহাত নেন। তিনি বলেন, 'জনগণের টাকা এখন যে যত খাচ্ছে, খেতে দিন। পরে বাইরে দড়ি দিয়ে উল্টো করে টাঙিয়ে রাখব আর জনগণের টাকা বমি করাব। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তাঁর পরামর্শ, বিজেপির পক্ষে হাওয়া, এরপর সুনামি আসবে। তাই আগেভাগে হাওয়া মোরগের মতো ঘুরে যান। এবার ৩০ এর উপর আসন পেলে এক বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। হামলা হলে ব্যবস্থা নিন। নাহলে বিজেপি ব্যবস্থা নেবে। এরপর কর্মীদের প্রতি সুকান্ত মজুমদারের নিদান পুলিশ ব্যবস্থা না নিলে আপনারা পাল্টা ব্যবস্থা নেবেন।' 


পাল্টা তৃণমূল


এই মন্তব্যের পাল্টা বিজেপিকেই কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি নেতৃত্বকেই টাকা নিতে দেখা গেছে। এখন সন্ত্রাস ও হিংসা ছড়ানোর উদ্যেশ্যেই এমন কথা বলে বেড়াচ্ছে বিজেপি। 


আরও পড়ুন, আদালতে আত্মসমর্পণ কয়লা পাচারকাণ্ডে মূল অভিযুক্ত অনুপ মাঝি ওরফে লালার


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।