নয়াদিল্লি: রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) বিরুদ্ধে হারের পর নিজেদের প্লে অফের দৌড়ে থাকার রাস্তা আরও কঠিন করে ফেলেছে দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals)। ১৩ ম্য়াচে ঝুলিতে পুরেছে তারা ১২ পয়েন্ট। শেষ ম্য়াচে আজ সামনে লখনউ সুপারজায়ান্টস (Lucknow Supergiants)। এই ম্য়াচ জিতলেও সম্ভাবনা খুব ক্ষীণ। বাকি দলগুলোর পারফরম্য়ান্সের ওপরও নির্ভর করছে দিল্লির ভাগ্য। কিন্তু আরসিবির বিরুদ্ধে হারের জন্য এবার ঋষভ পন্থই (Rishabh Pant) নাকি দায়ী! এমনই বললেন দলের ডিরেক্টর অফ ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly)। 


কেন এমন বললেন সৌরভ?


ঋষভ পন্থ সৌরভের খুবই স্নেহধন্য। গাড়ি দুর্ঘটনায় আহত হওয়ার পর ও তার পরবর্তী সময়ে মাঠে ফেরার লড়াই যখন চালাচ্ছিলেন পন্থ, সেই মুহূর্তে কলকাতায় দিল্লির ক্যাম্পেও সৌরভের সান্নিধ্যে অনুশীলন সেরেছিলেন। চলতি আইপিএলে ব্যাট হাতে ঋষভের পারফরম্য়ান্সও বেশ ভাল। নিজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় স্কোয়াডেও ঢুকে পড়েছেন। যদিও দিল্লি শিবির খুব একটা ভাল পারফর্ম এবার করতে পারেনি। ধারাবাহিকতার অভাব ছিল। তার মধ্যে গুরুত্বপূর্ণ আরসিবি ম্য়াচ হেরে চাপ আরও বেড়েছে। সৌরভ অবশ্য পন্থকে দোষ দিচ্ছেন না। পন্থের আগের ম্য়াচে না থাকার অভাব যে দল বোধ করেছে ভীষণভাবে, সে কথাই বলতে চেয়েছেন তিনি। প্রাক্তন বোর্ড সভাপতি বলেন, ''আমাদের ব্যাটিং অর্ডারে পন্থের ভূমিকা অনস্বীকার্য। ওর অনুপস্থিতির অভাব বোধ করেছে ভীষণভাবে দল। ঋষভের না থাকাটাই ফ্য়াক্টর হয়ে গেল। আরসিবির বিরুদ্ধে ও থাকলে হয়ত খেলার ফল অন্যরকম কিছু হতেও পারত।''


উল্লেখ্য, স্লো ওভার রেটের জন্য ৩০ লক্ষ টাকা জরিমানা ও এক ম্য়াচ নির্বাসিত করা হয়েছিল পন্থকে। চলতি আইপিএলে তিনবার স্লো ওভার রেটের আওতায় পড়েছিলেন পন্থ। তিনি অধিনায়ক। ফলে তাঁকেই শাস্তি পেতে হল। যদিও এই শাস্তির বিরুদ্ধে আপিল করেছিলেন বাঁহাতি উইকেট কিপার ব্যাটার। কিন্তু কোনও কাজ হয়নি। আগের ম্য়াচে আরসিবির বিরুদ্ধে অক্ষর পটেল দলকে নেতৃত্ব দেন। কিন্তু ম্য়াচ জেতাতে পারেননি তিনি। নিজে অর্ধশতরান করলেও বাকি ব্যাটাররাও কেউ সেভাবে রান না পাওয়ায় হারতে হয় দিল্লিকে। ৪৭ রানে ম্য়াচ জিতে যায় আরসিবি। অন্য়দিকে দিল্লির বিরুদ্ধে জয়ের পর প্লে অফের দৌড়ে চলে এসেছে আরসিবিও। টানা পাঁচ ম্য়াচ তারা জয় ছিনিয়ে নিয়েছে চলতি আইপিএলে।