সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: আগামীকাল হবে লোকসভা নির্বাচনের ফল ঘোষণা (Lok Sabha Election 2024 Result)। আর আজ দুই ২৪ পরগনার দুটি বুথে চলছে পুনর্নির্বাচন (Repoll)। এদিকে বারাসাত লোকসভার কদম্বগাছিতে পুনর্নির্বাচন চলাকালীন উত্তেজনা ছড়িয়েছে। বিজেপি নেতা কাসেম আলি বুথে ঢুকতে গেলে পুলিশি বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি নেতা কাসেম আলি বলে অভিযোগ। অন্যদিকে, আজ মথুরাপুরের কাকদ্বীপে ২৬ নম্বর বুথে চলছে ভোটগ্রহণ। এই দুটি বুথেই ছাপ্পা ভোটের অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। যদিও এই দুটি বুথ ছাড়াও শতাধিক বুথে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বিজেপি (BJP)।


বারাসাতের কদম্বগাছিতে পুনর্নির্বাচনের মাঝে উত্তেজনা


ফল ঘোষণার আগের দিন আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার দুটি বুথে পুনর্নির্বাচন। বারাসাত লোকসভার কদম্বগাছি সর্দারপাড়ার ৬১ নম্বর বুথে ফের ভোট হচ্ছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল ১১টা পর্যন্ত এই বুথে ভোটদানের হার ৩১%। শনিবার কদম্বগাছির এই বুথে ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে তৃণমূলের পোলিং এজেন্ট জাকির হোসেনের বিরুদ্ধে। ওই দিনই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেফতার করে পুলিশ।


'বিরোধী ও নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে পুনর্নির্বাচন'


আজ পুনর্নির্বাচন হচ্ছে মথুরাপুর লোকসভার কাকদ্বীপ বিধানসভার ২৬ নম্বর বুথে আড্ডিরমহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠেও। ভোট প্রস্তুতিতে দেরি হওয়ায় একঘণ্টা পর সকাল ৮টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। এই বুথে ছাপ্পা ভোট হয়েছে বলে অভিযোগ জানিয়ে পুনর্নির্বাচন চেয়ে নির্বাচন কমিশনে চিঠি দেয় বিজেপি। বিরোধী ও নির্বাচন কমিশনের যৌথ ষড়যন্ত্রে পুনর্নির্বাচন, মথুরাপুরে পুনর্নির্বাচন নিয়ে দাবি কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরার।


মথুরাপুর লোকসভা কেন্দ্রের কাকদ্বীপে পুনর্নির্বাচন ঘিরে উত্তেজনা


আড্ডিরমহল শ্রীচৈতন্য বিদ্যাপীঠের ২৬ নম্বর বুথের সামনে দিয়ে টোটো যাওয়ায় বাধা দেন বিজেপি প্রার্থী অশোক পুরকায়স্থর নিরাপত্তা রক্ষী। এই নিয়ে হারউড পয়েন্ট কোস্টাল থানার OC বাপি রায়ের সঙ্গে কথা কাটাকাটি হয় বিজেপি প্রার্থীর। তাঁর নিরাপত্তা রক্ষীর বিরুদ্ধে সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ তোলে পুলিশ। জানা গিয়েছে, এরপর ওখান থেকে বেরিয়ে যান বিজেপি প্রার্থী। 



 আরও পড়ুন, বুথ ফেরত সমীক্ষা মানি না : মুখ্যমন্ত্রী, এবার মুখ খুললেন দিলীপ..


 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।