কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: মনোনয়ন জমা দেওয়ার দিনে, সকালটা একটু অন্যভাবে শুরু করলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। প্রাতঃভ্রমণে বেরিয়ে ড্রেন এবং ড্রেনের পাশ থেকে দলীয় পতাকা তুলতে দেখা গেল তাঁকে। কিন্তু দলীয় পতাকা ড্রেনে পড়ল কীভাবে ? উত্তর একটু পরেই দিলেন তিনি। বেলা পেরোতেই এদিনই বর্ণাঢ্য রোড শো করে, ডুগডুগি বাজিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন দিলীপ ঘোষ (Bardhaman Durgapur BJP Candidate Dilip Ghosh)।


ডুগডুগি বাজিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন দিলীপ


১৩ মে চতুর্থ দফায় লোকসভা ভোট এই কেন্দ্রে। আর এদিন বর্ণাঢ্য রোড শো করে, ডুগডুগি বাজিয়ে মনোনয়ন জমা দিতে গেলেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান শহরে জোড়া মন্দির থেকে শুরু হয় দিলীপের রোড শো। ঢাক-ঢোল নিয়ে বর্ণময় মিছিলে সামিল হন বিজেপি কর্মী ও সমর্থকরা। বর্ধমানের কার্জন গেটে পূর্ব বর্ধমানের জেলাশাসকের দফতরে এরপর মনোনয়ন জমা দেন দিলীপ ঘোষ। 


 প্রাতঃভ্রমণের সময় আপনাকে ড্রেন এবং ড্রেনের পাশ থেকে দলীয় পতাকা তুলতে দেখা গেল, কী বলবেন? 


দিলীপ বলেন, 'যেখানে আমাদের প্রোগ্রাম হয়, সেখানে আমাদের কর্মীরা আগের দিন পোস্টার লাগাচ্ছেন। ব্যানার লাগাচ্ছেন। ঝান্ডা লাগাচ্ছেন। যেহেতু এখানে চা-চক্র হওয়ার কথা ছিল, তাই পতাকা,ফেস্টুন, ব্যানার লাগিয়েছিল কর্মীরা। ভোরবেলা এসে দেখি সব ফ্ল্যাগ গায়েব। সকালবেলায় আমরা যখন হাঁটতে হাঁটতে এদিকে আসছি, দেখছি আমাদের ফ্ল্যাগ, ফেস্টুন, ব্যানার, লাঠিগুলিকে ভেঙে ড্রেনে, ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। তাই আমি কুড়োলাম। আমাদের কর্মীরাও কুড়োলেন।'


'বিজেপিকে এভাবে হারাতে পারবে না..'


দিলীপও আরও বলেন,' টিএমসির রাজনীতি এখানে চলে এসেছে, ধমকানো। আজকে এখানে চায়ের দোকান বন্ধ করে দিয়েছে। আমার চা-চক্রের এমন ঠেলা, টিএমসির লোকজন সব চায়ের দোকান বন্ধ করতে শুরু করে দিয়েছে। ঝান্ডা খুলতে আরম্ভ করেছে। ব্যানার খুলতে আরম্ভ করেছে। আমার মনে হয়, ওরা আর কিছু করতে পারবে না। বিজেপিকে এভাবে হারাতে পারবে না। হারছে নিশ্চিত। তাই কিছু পাতাখোর লোককে পয়সা দিয়ে চালাচ্ছে এভাবে। কেউ বাংলা খাচ্ছে। জয় বাংলা বলে লাফাচ্ছে। আর বিজেপির ফ্ল্যাগ খুলছে। এই ধরণের রাজনীতি পশ্চিমবাংলাকে অনেক নিচে নিয়ে গেছে। এবার এগুলো বন্ধ হবে।


আরও পড়ুন, শুধুই 'ভাতের হাড়ি..' নয়, কালিন্দী নদীতে এবার ভটভটির হাল ধরলেন BJP প্রার্থী রেখা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।