দুর্গাপুর: বর্ধমান-দুর্গাপুর লোকসভার দুর্গাপুর পশ্চিম বিধানসভার ভিড়িঙ্গি গার্লস স্কুলে উত্তেজনা (Bardhaman Durgapur Lok Sabha Constituency )। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে ধাক্কা। ৮২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। তবে শুধু এখানেই নয়, প্রায় সবমিলিয়ে ১৫ টি বুথে বিজেপির পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ।


বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সকাল থেকেই আসছে একাধিক অশান্তির খবর। মন্তেশ্বর বিধানসভার মেমারির দেহার গার্লস হাইস্কুলের বুথেভোট প্রক্রিয়ায় দেরি করানোর অভিযোগ, প্রতিবাদ করায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বুথে গেলেন বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমানের রাজগঞ্জ বাজারে মনোহরদাস বিদ্যায়তনের বুথে দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা স্লোগান তৃণমূল কর্মীর। এলাকায় যানজট হওয়ায় স্লোগান বলে দাবি। নিজের দলের প্রার্থীকে না পেয়ে আমাকে দেখে উৎসাহ পাচ্ছে, বাংলাদেশ পাঠিয়ে দেব, প্রতিক্রিয়া দিলীপ ঘোষের। কীর্তি আজাদ বিশ্বকাপ খেলতে পারে, আমার বিরুদ্ধে খেলতে পারবে না। ভোটের দিনও আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ। সকাল সকাল বেরিয়ে পড়েছেন বর্ধমান-দুর্গাপুর লোকসভার বিজেপি প্রার্থী। বিভিন্ন জায়গা থেকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ আসছে, খতিয়ে দেখতে সারাদিন ঘুরব, জানিয়েছেন দিলীপ।


আরও পড়ুন, 'আমরাই জিতব', দাবি অধীরের, ভোট সারলেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী


অপরদিকে, এদিন আসানসোল লোকসভা কেন্দ্র থেকেও আসে একের পর এক অভিযোগ। অন্ডালের বগুলা বাজার মোড়ে পাণ্ডবেশ্বরের প্রাক্তন বিধায়ক জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আটকাল পুলিশ। পাণ্ডবেশ্বরের ভোটার নন, তাই যেতে দেওয়া যাবে না বলে পুলিশের তরফে জানানো হয়। তৃণমূল রিগিং চালাচ্ছে অথচ তাঁকে বেআইনিভাবে আটকানো হচ্ছে, অভিযোগ বিজেপি নেতার। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিয়ম হয় জিতেন্দ্র তিওয়ারির।ওপরে ঝুলছে আসানসোলের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং অহলুওয়ালিয়ার ছবি দেওয়া পোস্টার। তার নীচে মুড়ি-ঘুগনি বিলি করছেন বিজেপি কর্মীরা। রাস্তার উল্টোদিকে একইভাবে মুড়ি-ঘুগনি বিলোচ্ছে তৃণমূলও। একে অপরের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুললেও, দলের তরফে আয়োজন নয় বলে দাবি করেছে দু’পক্ষই। 


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।