West Bengal News Live Updates: বাংলায় ফের বাড়বে তাপমাত্রা! কবে থেকে?
WB News Live Updates: সব জেলার, প্রতি মুহূর্তের, সব খবর এক ক্লিকে।
মারা গেলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ বিজেপি নেতা সুশীল মোদি (Sushil Modi passes away)। তাঁর বয়স বয়েছিল ৭২ বছর। চলতি বছরেই জানা গিয়েছিল তিনি ক্যানসারে ভুগছিলেন। শারীরিক কারণেই এবারের লোকসভা নির্বাচনে (Lok Sabha Election 2024) প্রতিদ্বন্দ্বিতা করছিলেন না তিনি।
বোলপুরে আক্রান্ত বিজেপি, এজেন্টকে বেধড়ক মারধর। ভোট শেষের আধ ঘণ্টা আগে বিজেপির এজেন্টকে মারধর। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বিজেপির এজেন্ট কাঞ্চন ঘোষ। তৃণমূল নেতা বাপন বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হামলার অভিযোগ। বিজেপির অভিযোগ অস্বীকার তৃণমূলের।
১৫মে থেকে ১৮মে পর্যন্ত দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলোর আবহাওয়ার শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তার সঙ্গেই তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
সন্দেশখালিতে হামলার প্রতিবাদে পথে তৃণমূল। গতকাল মারধর করা হয় তৃণমূল নেতাকে, মুখ চেপে ধরা হয় বিধায়কের। বিজেপির বিরুদ্ধে হামলার অভিযোগে পথে তৃণমূল। সন্দেশখালির তৃণমূল বিধায়কের নেতৃত্বে প্রতিবাদ মিছিল।
ফের উত্তপ্ত সন্দেশখালি, এলাকা ঘিরে ফেলে ব্যাপক ধরপাকড় পুলিশের। তৃণমূলের উপর হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তোলে পুলিশ। শেখ শাহজাহানের ভাই সিরাজ কেন অধরা? প্রশ্ন বিক্ষোভকারীদের।
ফের তৃণমূলের 'তারকা বৃত্তে' কুণাল ঘোষ। সপ্তম দফার ভোটে তৃণমূলের তারকা প্রচারকের তালিকায় কুণাল। তৃণমূলের ৪০ জন প্রচারকের তালিকায় ৩৫ নম্বরে নাম কুণালের।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর। দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি বচসা। তৃণমূলের বিরুদ্ধে মারধর, বাইক ভাঙচুরের অভিযোগ।
লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় বিকেল ৫টা পর্যন্ত সারা দেশে ভোটদানের হার ৬২.৩১ শতাংশ। রাজ্যভিত্তিক তথ্যের ভিত্তিতে সবচেয়ে বেশি ভোটের হার- ৭৫.৬৬ শতাংশ
কাল মনোনয়নের আগে বারাণসীতে নরেন্দ্র মোদির রোড শো। লঙ্কাচক থেকে রোড শো করছেন বারাণসীর বিজেপি প্রার্থী। তার আগে বিহারের পাটনা সাহিবের গুরুদ্বারে যান প্রধানমন্ত্রী। রান্না থেকে প্রসাদ বিতরণ, সবই করলেন নিজের হাতে।
ফের ভোটে কারচুপির অভিযোগে সরব মমতা। 'তৃণমূলের বোতাম টিপছে, অথচ ভোট পড়ছে বিজেপিতে। আমরা ধরে ফেলেছি, ইভিএম বদল করিয়েছি। বিজেপির হয়ে ভোট করাচ্ছে কেন্দ্রীয় বাহিনী।' আসানসোলে তৃণমূল নেতাকে হুমকি বিজেপি প্রার্থীর, অভিযোগ মমতার।
'আমার ৩টি বাড়ি রয়েছে। একটি পাটনায়, একটি মুম্বইয়ে, একটি আসানসোলে'- জানালেন আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা, খবর ANI সূত্রে।
সাঁইথিয়ায় তৃণমূলের বিক্ষোভের মুখে বীরভূম বিজেপির জেলা সভাপতি। ধ্রুব সাহাকে গো ব্যাক স্লোগান।
নদিয়ার চাপড়ায় ভোটারদের 'বাধা'
ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
মুরারইয়ে বিজেপি এজেন্টকে বুথে ঢুকতে দিতে বাধা
অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
অধীর চৌধুরীর কনভয় নিয়ে আপত্তি প্রশাসনের
৩ দফার ভোটেই কুপোকাত মোদি, দাবি মমতার। '২০০ আসনও পার করতে পারবে না। আমরা ইন্ডিয়া জোটকে ক্ষমতায় আনব'। ইন্ডিয়া জোট ৩০০ পার করে গেছে, দাবি তৃণমূলনেত্রীর।
বহরমপুরে জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান, খবর ANI সূত্রে।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত কৃষ্ণনগরের তেহট্ট। বাঁশ-লাঠি দিয়ে বেধড়ক মার। হামলা চালিয়েছে তৃণমূল, অভিযোগ বিজেপির। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলে পাল্টা দাবি তৃণমূলের।
'মা-বোনেদের সম্মান চলে গেলে, আর ফিরে আসে না। তফশিলিদের উপর অত্যাচার, এটা উত্তরপ্রদেশ নয়। সন্দেশখালি নিয়ে মোদিকে তীব্র আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। 'গ্যারান্টি দিচ্ছেন মোদি, সবাইকে নাকি বিনে পয়সায় বিদ্যুৎ দিচ্ছে! ১০০দিনের কাজ করেছে গরিবরা, টাকা দেয়নি কেন্দ্র', মোদির গ্যারান্টিকে প্রতারণার অভিযোগে আক্রমণে তৃণমূলনেত্রী।
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভায় ২৭ নম্বর বুথে প্রিসাইডিং অফিসারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ। তৃণমূলের অভিযোগ, বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের নিয়ে গিয়ে তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। নিজের পছন্দ মতো প্রার্থীকে ভোট দিচ্ছেন প্রিসাইডিং অফিসার। খবর পেয়ে ওই বুথে যান রাজ্যের মন্ত্রী ও স্থানীয় তৃণমূল বিধায়ক স্বপন দেবনাথ। তাঁর কাছে ক্ষমা চান প্রিসাইডিং অফিসার। ওই প্রিসাইডিং অফিসারকে সরানোর দাবি জানিয়েছেন স্বপন দেবনাথ
'দাদুর' হয়ে 'নাতির' ভোট, নামই জানা নেই। দাদুর নাম কি? বলতেই পারল না 'নাতি'! 'বাইরে থাকি তো, তাই ভুলে গেছি'। প্রশ্নের মুখে আজব যুক্তি অভিযুক্ত 'নাতির' । তেহট্টে 'ভুয়ো নাতিকে' ধরলেন কৃষ্ণনগরের জোট প্রার্থী।
চতুর্থ দফায় প্রথম ৬ ঘণ্টায় অর্থাৎ দুপুর ১টা পর্যন্ত বহরমপুরে ভোটদানের হার ৫২%। কৃষ্ণনগরে ভোট পড়েছে ৫০%, রানাঘাট ৫৩%, বর্ধমান পূর্ব ৫৬%, বর্ধমান-দুর্গাপুর ৫০%, আসানসোল ৫০% বোলপুর ৫৫ %এবং বীরভূম ৫০ %। ভোটদানের হার ৫২%।
দিলীপকাণ্ডের জেরে সক্রিয় নির্বাচন কমিশন। দিল্লি থেকে দফায় দফায় ফোন মুখ্য নির্বাচনী আধিকারিককে। কী হয়েছে বিস্তারিত জানতে চাইল জাতীয় নির্বাচন কমিশন। অ্যাকশন টেকন রিপোর্ট চাইল নির্বাচন কমিশন।
মন্তেশ্বরের তুল্লাবাজারে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। দিলীপের সঙ্গে ধাক্কাধাক্কি তৃণমূল কর্মীদের। পাথর ছুড়ে ভাঙা হয় দিলীপের নিরাপত্তার দায়িত্বে থাকা নিরাপত্তা বাহিনীর গাড়ির কাচ। জখম হন এক নিরাপত্তা কর্মী।
তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র দুর্গাপুর । দুর্গাপুরের ১২ নম্বর ওয়ার্ডে তৃণমূল-বিজেপি বচসা। তৃণমূলের বিরুদ্ধে মারধর, বাইক ভাঙচুরের অভিযোগ।
দিলীপ ঘোষকে তাড়া করলেন তৃণমূলকর্মীরা। মন্তেশ্বরের তুল্লাবাজারে দিলীপের কনভয়ে হামলা, কয়েকজন আহত । পুলিশের সামনেই দিলীপের কনভয়ে হামলার অভিযোগ ।
দিলীপের কনভয়ে হামলা, গাড়ি ভাঙচুর । মন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ । দিলীপকে বাধা, গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূলকর্মীরা। দিলীপ ঘোষকে তাড়া করলেন তৃণমূলকর্মীরা। মন্তেশ্বরের তুল্লাবাজারে দিলীপের কনভয়ে হামলা, কয়েকজন আহত । পুলিশের সামনেই দিলীপের কনভয়ে হামলার অভিযোগ ।
নন্দীগ্রামের সিপিএম প্রার্থীর প্রচার ঘিরে তুলকালাম। বিজেপির বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়ার অভিযোগ। নন্দীগ্রামে সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়কে 'বাধা'। 'এতদিন অত্যাচার করে কেন ভোট চাইতে এসেছেন?', প্রশ্ন তুলে বিক্ষোভ দেখিয়েছেন গ্রামবাসীরা, দাবি বিজেপির।
মন্তেশ্বরে তৃণমূলের বিক্ষোভের মুখে দিলীপ ঘোষ। দিলীপকে বাধা, গাড়ির সামনে শুয়ে পড়লেন তৃণমূলকর্মীরা।
সুপ্রিম কোর্টের নজরদারিতে সন্দেশখালি-তদন্তের আবেদন। সন্দেশখালি-তদন্তে হাইকোর্টে এক মহিলার আবেদন। কাল সুপ্রিম কোর্টে দৃষ্টি আকর্ষণ, হাইকোর্টে জানাল রাজ্য। 'বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের বিরুদ্ধে কাল পর্যন্ত পদক্ষেপ নয়। গঙ্গাধর-সহ মামলাকারীদের বিরুদ্ধে কাল পর্যন্ত কোনও পদক্ষেপ নয়', রাজ্যের আশ্বাসের ভিত্তিতে মৌখিক নির্দেশ বিচারপতি জয় সেনগুপ্তর।
বুথে ভোটারদের নিয়ে যেতেও তৃণমূল বনাম তৃণমূল। ভোটারদের নিয়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মাথা ফাটল ২জনের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মাথা ফাটল ২ টোটো চালকের। গলসির জাগুলিপাড়ায় ভোটারদের নিয়ে যেতেও গোষ্ঠীদ্বন্দ্ব।
চতুর্থ দফায় প্রথম ৪ ঘণ্টায় ভোটদানের হার সবথেকে বেশি অধীর চৌধুরীর লোকসভা কেন্দ্রে। সকাল ১১টা পর্যন্ত বহরমপুরে ভোটদানের হার ৩৬%। কৃষ্ণনগরে ভোট পড়েছে ৩৩%, রানাঘাট ৩৩%, বর্ধমান পূর্ব ৩৪%, বর্ধমান-দুর্গাপুর ৩১%, আসানসোল ৩০% বোলপুর ৩৫ %এবং বীরভূম ৩০ %।
ভোটদানের হার ৩৩%।
'৪জুনের ফলাফলের জন্য মানসিক শক্তি সঞ্চয় করুন। তেলঙ্গানায় ভোট শেষ হলেই হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী ঢুকবে। শেষ ২ দফায় ঢুকবে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী। কেন্দ্রীয় বাহিনীর জন্য আর খেলতে পারছে না তৃণমূল। কপালে দুঃখ আছে তৃণমূলের, এখন থেকেই তৈরি হোক', শীলভদ্র দত্তের সঙ্গে মনোনয়ন দিতে যাওয়ার সময় হুঙ্কার শুভেন্দুর।
সিবিএসই দ্বাদশের ফল ঘোষিত। পাসের হারে ছাত্রীদের বাজিমাত। ছাত্রদের তুলনায় ছাত্রীদের পাসের হার প্রায় সাড়ে ৬ শতাংশ বেশি। ৯১ শতাংশের বেশি ছাত্রী সিবিএসই দ্বাদশে উত্তীর্ণ হয়েছে। গতবারের তুলনায় সামান্য বেড়েছে পাসের হার। ১ লক্ষ ১৬ হাজার পরীক্ষার্থী পেয়েছেন ৯০ শতাংশের বেশি নম্বর। ২৪ হাজারের বেশি পরীক্ষার্থী পেয়েছে ৯৫ শতাংশের বেশি নম্বর।
'৪জুনের ফলাফলের জন্য মানসিক শক্তি সঞ্চয় করুন। কেন্দ্রীয় বাহিনীর জন্য খেলতে পারছে না তৃণমূল', তৃণমূলের খেলা শেষের হুঙ্কার শুভেন্দু অধিকারীর।
সন্দেশখালিতে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে মারধর, ৪ বিজেপি কর্মী গ্রেফতার। ভুয়ো ভিডিও ছড়ানোর অভিযোগে শাসক বিধায়কের সামনেই গতকালই তৃণমূলের নেতা-কর্মীদের মারধর করা হয়। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগে সন্দেশখালি থানা গতকালই ঘেরাও করেছিল বিজেপি
পাণ্ডবেশ্বরে বুথের ১০০ মিটারের মধ্যে মুড়ি-ঘুগনি খাওয়ানো হচ্ছে ভোটারদের। তৃণমূল-বিজেপি দুপক্ষের ক্যাম্পেই খাওয়ানো হচ্ছে মুড়ি-ঘুগনি
আসানসোলে বুথে যেতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে পুলিশের বাধা ।
বেলডাঙায় কংগ্রেস এজেন্টকে বুথে বসতে বাধা। মির্জাপুর খাগড়ুপাড়া ৮৫ নং বুথের বাইরে অবৈধ জমায়েত। তাড়া করল কেন্দ্রীয় বাহিনী।
এদিন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অমৃতা রায় বলেন, একাধিক বার সুযোগ এসেছে। আগে করিনি, এবার গ্রহণ করলেন তিনি। আমি আমার প্রার্থী পদের সম্মান রাখব।
বেলডাঙার মির্জাপুর খাগড়ুপাড়ায় ৮৫ নম্বর বুথের বাইরে উত্তেজনা। লাঠি উঁচিয়ে অবৈধ জমায়েত হঠাল কেন্দ্রীয় বাহিনী। অভিযোগ
ওঠে, কংগ্রেসের পোলিং এজেন্ট বসাতে বাধা দিচ্ছে তৃণমূল। এজেন্ট বসানো গেলেও, বুথের বাইরে লোক জড়ো হতে শুরু করে। কেন্দ্রীয় বাহিনীর তাড়া খেয়ে পালিয়ে যায় লোকজন।
সকাল ৯ টা অবধি বাংলায় লোকসভা ভোটের শতাংশ। সকাল ৯ টা অবধি সব মিলিয়ে ভোট পড়েছে ১৫ শতাংশ।
বহরমপুর-১৭%
কৃষ্ণনগর-১৬%
রানাঘাট-১৫%
বর্ধমান পূর্ব-১৬%
বর্ধমান-দুর্গাপুর--১৪%
আসানসোল-১৩%
বোলপুর-১৬%
বীরভূম-১৫%
বর্ধমানের রাজগঞ্জে দিলীপকে দেখেই তৃণমূলের জয় বাংলা স্লোগান। এরা সবাই বাংলাদেশে থাকবে, পাল্টা হুঙ্কার দিলীপ ঘোষের । বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ দিলীপ ঘোষের
ভোট দিলেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লা ও এনসি-র সহ সভাপতি তথা জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা।
নদিয়ার চাপড়ায় সিপিএম এজেন্টকে মারধর করে বুথ থেকে বার করে দেওয়ার অভিযোগ।
বর্ধমান-দুর্গাপুর লোকসভার দুর্গাপুর পশ্চিম বিধানসভার ভিড়িঙ্গি গার্লস স্কুলে উত্তেজনা। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইকে ধাক্কা। ৮২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে বার করে দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে।
'কোনও সন্দেহ নেই , আমরাই জিতব', বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
'সুন্দর ভবিষ্যত পেতে ভোট দেওয়া আমাদের দায়িত্ব', ভোট দিয়ে বললেন অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু।
লোকসভা নির্বাচনে সাতসকালেই ভোট সারলেন অল্লু অর্জুন।
ভোটের আগের রাতে বীরভূম লোকসভার সিউড়িতে ভেঙে দেওয়া হল বিজেপির ক্যাম্প অফিস। সিউড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের হাটজানবাজার এলাকার ঘটনা। সকালে নজরে আসে বিজেপি কর্মীদের। হামলা-যোগ অস্বীকার তৃণমূলের।
ভোটের আগের রাতে রানিগঞ্জের নতুন এগারায় বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে । বিজেপির দলীয় পতাকা খুলে ফেলে দেওয়াকে ঘিরে উত্তেজনা।
বোলপুর লোকসভা কেন্দ্রের কেতুগ্রামে ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী । ভোটের কাজ সেরে বাড়ি ফেরার পথে মিন্টু শেখকে বোমা-গুলি ছুড়ে খুন। তৃণমূলের অভিযোগ, সিপিএম আশ্রিত দুষ্কৃতী আন্দাই শেখের হাতে খুন মিন্টু। নিহতের পরিবার খুনের নেপথ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছে। খুনের অভিযোগ উড়িয়ে দিয়েছে সিপিএম। রাতে তৃৃণমূল কর্মীর দেহ উদ্ধারে গেলে পুলিশকে বাধার মুখে পড়তে হয়। পুলিশের খাতায় নাম রয়েছে নিহত তৃণমূল কর্মীর। অভিযুক্তের বিরুদ্ধেও খুনের চেষ্টা, অস্ত্র আইনে মামলা রয়েছে। পুরনো শত্রুতার জেরেই খুন বলে পুলিশের দাবি।
আজ চতুর্থ দফার ভোট, ৫ জেলার ৮ কেন্দ্রে নির্বাচন। বহরমপুর, বোলপুর, বীরভূম, কৃষ্ণনগরে ভোট। আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, রানাঘাটে ভোট
ভোট দেওয়া আটকাতে ধারাল অস্ত্র দেখিয়ে বিজেপি কর্মীদের খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বর্ধমান-পূর্ব লোকসভার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার নাদনঘাটের নিচু চাপাহাটি এলাকার ঘটনা। কর্মীদের নিয়ে রাত সাড়ে ১১টা নাগাদ নাদনঘাট থানায় অভিযোগ জানাতে যান বর্ধমান-পূর্বের বিজেপি প্রার্থী অসীম সরকার। পূর্বস্থলী দক্ষিণের তৃণমূল বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথের দাবি, বিজেপিই উস্কানিমূলক মন্তব্য করে উত্তেজনা ছড়াচ্ছে। তৃণমূলের তরফেও পতাকা ছেঁড়ার পাল্টা অভিযোগ দায়ের হয়েছে।
আজও চলবে ঝড় ও বৃষ্টি। মঙ্গলবার থেকে হাওয়া বদল। ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ।
সন্দেশখালি ২ নম্বর ব্লকে আক্রান্ত শাসক দলের বিধায়ক-নেতা-কর্মী। পাল্টা সন্দেশখালি ১ নম্বর ব্লকের হাঁটগাছিতে প্রতিবাদ মিছিল তৃণমূলের। আজ থানার সামনে অবস্থান-বিক্ষোভ।
কেতুগ্রামে ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী। সিপিএম আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন, অভিযোগ মৃতের স্ত্রী-র। পুরনো শত্রুতার জের, দাবি পুলিশের।
প্রেক্ষাপট
কলকাতা: ফের উত্তপ্ত সন্দেশখালি। এলাকা ঘিরে ফেলে ব্যাপক ধরপাকড় পুলিশের। তৃণমূলের উপর হামলার অভিযোগে বিজেপি কর্মীদের গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ। বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তোলে পুলিশ।
কেতুগ্রামে ভোটের আগের রাতে খুন তৃণমূল কর্মী (TMC Worker Murder Case)। সিপিএম আশ্রিত দুষ্কৃতীর বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে খুন, অভিযোগ মৃতের স্ত্রী-র। ভোট কেন্দ্রে যাওয়া আটকাতে কালনায় বিজেপি কর্মীদের অস্ত্র দেখিয়ে খুনের হুমকি, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভুয়ো ভিডিওর ছড়ানোর অভিযোগে উত্তপ্ত সন্দেশখালি। তৃণমূল নেতা-কর্মীকে বেধড়ক মার বিজেপির। সন্দেশখালি ২ নম্বর ব্লকে আক্রান্ত শাসক দলের বিধায়ক-নেতা-কর্মী। আজ ভোটের চতুর্থ দফা ( Lok Sabha Election 2024)। বাংলার ৫ জেলার ৮ লোকসভা কেন্দ্রে নির্বাচন। নজর নিরাপত্তায়। চতুর্থ দফায় ৫৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন (Central Force)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -