সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা:  ভোটের আগে (Lok Sabha Election 2024) এবার আমডাঙা বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়ল CAA, NRC নিয়ে পোস্টার। পোস্টারকে কেন্দ্র করে বিতর্কে জড়ালেন ব্য়ারাকপুরের তৃণমূল এবং বিজেপি প্রার্থীরা।


তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, NRC আর CAA মাছের মাথা, আর লেজ। মাথাটা হচ্ছে CAA। আর লেজটা হচ্ছে NRC। যেই আবেদন করলেন সঙ্গে সঙ্গে NRC-তে পড়ে গেলেন। আপনাকে ডিটেনশন ক্য়াম্পে থাকতে হবে। আপনার সব পরিচয় বন্ধ। সোমবার বাঁকুড়ার সভা থেকে যখন ফের একবার CAA, NRC কে একই সুতোয় বাঁধলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়,তখন ভোটের আগে উত্তর ২৪ পরগনার আমডাঙা বিধানসভার বিস্তীর্ণ এলাকায় পড়ল CAA, NRC নিয়ে পোস্টার। এই পোস্টারগুলিতে স্পষ্ট করে লেখা- আজ CAA, কাল NRC, পরশু ডিটেনশন ক্যাম্প, আসামের গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে ৭ লক্ষ মুসলিম এবং ৫ লক্ষ বাঙালি হিন্দু এখনও ডিটেনড, এবং প্রাণ ও পরিচয়ের জন্য লড়াই করছেন। 


সামনেই লোকসভা ভোট। রাজ্য়ের অন্য়তম নজরকাড়া কেন্দ্র হল ব্য়ারাকপুর।এই কেন্দ্রে বিজেপির অর্জুন সিংয়ের সঙ্গে লড়াই তৃণমূলের পার্থ ভৌমিক ও সিপিএম প্রার্থী দেবদূত ঘোষের।এই ব্য়ারাকপুর লোকসভা কেন্দ্রের আমডাঙা বিধানসভায় তৃণমূলের কার্যালয়ের পাশাপাশি একাধিক বাজার এবং গ্রামের মধ্যে পড়েছে CAA, NRC সংক্রান্ত পোস্টার। তৃণমূল প্রার্থী ব্য়ারাকপুর  পার্থ ভৌমিক বলেন,CAA, NRC-র বিরুদ্ধে তো আমরা। এটা আবার লুকিয়ে করার কী আছে?  CAA, NRC করে ওঁরা চায় ডিটেনশন ক্য়াম্পে পাঠিয়ে দিতে। আমরা খোলাখুলি বলছি।' ব্য়ারাকপুর বিজেপি প্রার্থী অর্জুন সিংহ বলেন, উনি গিয়ে খবর নিয়ে আসুক কোথায় ডিটেনশন ক্য়াম্প আছে। অনেকদিন ধরে আমরা গল্প শুনেছি। CAA র জন্য় সাতটা সিট বেড়ে গেছে বিজেপির।'


আরও পড়ুন, কলকাতার থেকে পেট্রোল সস্তা রাজ্যের এই শহরগুলিতে, দেশে কত ?


তৃণমূলের দাবি CAA-র পর NRC হবে। চলে যাবে নাগরিকত্ব।মুখ্য়মন্ত্রী  মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন,যখনই আপনি নাম লেখালেন সঙ্গে সঙ্গে আপনি বাংলাদেশি হয়ে গেলেন। অর্থাৎ আপনি লক্ষ্ণীর ভাণ্ডার পাবেন না। আপনি কন্য়াশ্রী পাবেন না, আপনি ভোট দিতে পারবেন না । আপনার নাগরিক অধিকার থাকবে না। আপনার সরকারি অধিকার থাকবে না। এটা ভাল না খারাপ নিজেরা বুঝে নিন। আর যেই ডিটেনশন করবে। করে আসামে এখনও আছে। ডিটেনশন ক্য়াম্প করে রেখে দেবে। যেখানে আপনাদের বিদেশি বলে চিহ্নিত করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, আজ যখন বিজেপি সরকার সিএএ নিয়ে এসেছে, এরা গুজব ছড়াচ্ছে।ভারত মায়ের উপর আস্থা রাখা প্রত্যেক পরিবারকে নাগরিকত্ব দেওয়া মোদির গ্যারান্টি। আমি বাংলার প্রত্যেক পরিবারকে বলব, এই টিএমসি, বামপন্থীরা ভয় দেখাবে।কে সত্য়ি বলছেন, আর কে মিথ্য়া।তা নিয়েই বিভ্রান্ত সাধারণ মানুষ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।