পার্থপ্রতিম ঘোষ, আমডাঙা, ব্যারাকপুর: ব্যারাকপুর লোকসভার (Lok Sabha Election 2024) আমডাঙায় ভোটারদের বাধা দেওয়ার অভিযোগ ওঠে। দ্রুত সেই এলাকায় অভিযান চালায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (Central Force)। পুলিশকে দেখেই জুতো ফেলে, চাষের জমি ধরে পালাতে শুরু করেন অভিযুক্তরা। তৃণমূল (TMC) পঞ্চায়েত সদস্যার স্বামীকে কড়া ধমক দেয় পুলিশ। আমডাঙা নিয়ে অ্যাকশন টেকন রিপোর্ট চেয়েছে নির্বাচন কমিশন।


আমডাঙায় পুলিশের তাড়া খেয়ে পাটক্ষেতে পালাল দুষ্কৃতীরা:
ভোটারদের অভিযোগ পেয়েই এলাকায় যায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বাহিনী দেখেই দৌড় দিয়ে পাটক্ষেতের ভিতরে চলে যেতে থাকে অভিযুক্তরা। পিছনে তাড়া করে পুলিশ। বেশ কিছুটা দূরে তাড়িয়ে নিয়ে যায় পুলিশ। তারপরে স্থানীয় এক তৃণমূল নেতার বাড়ি যায় পুলিশ। ওই নেতার বিরুদ্ধে এলাকায় বাইরের লোকজন ঢোকানোর অভিযোগ ছিল। ওই নেতার বাড়ির সামনে গিয়ে পুলিশকে বলতে শোনা যায়, 'ভদ্রভাবে বলে দিচ্ছি। চ্যাংড়ামি একদম চলবে না। ভোট শান্তিপূর্ণ হবে। আইসি সাহেব বলে গিয়েছেন আপনি শুনবেন সেটা। আপনি এখান থেকে ছেলেপিলে ঢুকাচ্ছেন। ইশারা করছেন। ভদ্রভাবে বলেছি এলাকায় ঢুকতে দেব না।'


ওই তৃণমূল নেতার স্ত্রী দলেরই পঞ্চায়েত সদস্যা। ওই নেতা বলার চেষ্টা করেন, তাঁর স্ত্রীর শরীর খারাপ। তা শুনে পুলিশ অফিসার বলেন, 'আপনার স্ত্রীর শরীর খারাপ, ডাক্তার দেখাবেন...সব বুঝতে পারছি। কিন্তু আমি কোনও অঘটন শুনব না। আপনার নামে কোনও অভিযোগ শুনব না। সেন্ট্রাল ফোর্স আছে, ওরা কিছু শুনবে না। আপনার জন্য আমার উপর কোনও দাগ আসতে দেব না।'


পরে এবিপি আনন্দকে তৃণমূল পঞ্চায়েত সদস্য়ার স্বামী বলেন, 'প্রশাসনের কাজ প্রশাসন করবে। এখানে আমার ভুল থাকলে অবশ্যই বলবে। ভোটারদের কখনও আটকানো হচ্ছে না।' তারপরে বাড়ির দরজা বন্ধ করে অন্যত্র চলে যেতে দেখা যায় তাঁকে। 



গ্রামবাসীদের আশ্বাস:
'কেউ অসুবিধা করলে জানাবেন। সঙ্গে  সঙ্গে স্টেপ নেব', আশ্বাস পুলিশের। গ্রামবাসীদের ভোট দিতে যাওয়ার অনুরোধ পুলিশের। দাঁড়িয়ে থেকে পুলিশ নিরাপত্তা দেবে বলে জানায় পুলিশ। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী আশ্বাস দিলেও ভোটারদের মুখে-চোখে আতঙ্কের ছাপ। 


বাংলায় পঞ্চম দফার ভোটে একাধিক জায়গা থেকে বিক্ষিপ্ত অশান্তি অভিযোগ এসেছে। কোথাও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ এসেছে। কোথাও আবার নিষ্ক্রিয়তার অভিযোগ এসেছে। বিজেপি ও তৃণমূল দুই পক্ষই এই অভিযোগ এনেছেন। সেখানে আমডাঙায় দেখা গেল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর অন্যরকম ভূমিকা।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 



আরও পড়ুন: 'বেঙ্গল পুলিশ বাহার...', বুথ থেকে রাজ্য পুলিশকে বের করলেন বিজেপি প্রার্থী