কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা :
সারা ভারতে লোকসভা ভোট শুরু হয়েছে গত ১৯ এপ্রিল। তার আগে গত ১ এপ্রিল বিজ্ঞপ্তি জারি করে গরমের ছুটি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়। লোকসভা ভোটের আবহে গরমের ছুটি বাড়ে মোট ১২ দিন। এরপর তীব্র গরমের জেরে আরও এগিয়ে আনা হয় ছুটি । সেই অনুসারে আগামী ৩ জুন থেকে স্কুল খুলে যেতে পারে। 


লোকসভা ভোটের জন্য বাড়ে স্কুলের গরমের ছুটি


১ এপ্রিলের বিজ্ঞপ্তি অনুসারে ৬ মে থেকে ২ জুন পর্যন্ত ছুটি ঘোষণা হয় স্কুলে। ১৯ এপ্রিল থেকে রাজ্যে শুরু হয় লোকসভা ভোটের প্রথম দফা। প্রথম দফায় ভোট ছিল উত্তরবঙ্গে। তাই প্রথম দফার জন্য ১৬ থেকে ২০ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সব স্কুল বন্ধ ছিল। আবার দ্বিতীয় দফার জন্য ২৪ থেকে ২৭ এপ্রিল দার্জিলিং, কালিম্পং, ২ দিনাজপুরে স্কুল বন্ধ ছিল। তার পরের দফার ভোটগুলি গরমের ছুটির মধ্যেই পড়ে যায়। মধ্যশিক্ষা পর্ষদের পর জানিয়ে দিল প্রাথমিক শিক্ষা পর্ষদও একই সিদ্ধান্ত নেয়। 


গরমের জেরে এগিয়ে আসে ছুটি


এরপর গরমের জেরে আরও এগিয়ে আনা হয় গরমের ছুটি। ২২ এপ্রিল থেকেই গরমের ছুটি দিয়ে দেওয়া হয় রাজ্য সরকারি স্কুলে। এপ্রিলের ১৭ তারিখ নাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে জানায় স্কুল শিক্ষা দফতর। সরকারি এবং সরকারি অনুদান প্রাপ্ত স্কুলগুলিতে প্রতি বছর ৯ মে থেকে ২০ মে অবধি গরমের ছুটি থাকে। এবছর প্রথমত ভোটের জন্য, দ্বিতীয়ত গরমের জন্য এই ছুটি দীর্ঘায়িত হল। 


রাজ্যে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ভোটের পঞ্চম দফা। ষষ্ঠ ও সপ্তম দফার ভোট রয়েছে যথাক্রমে ২৫ মে ও ১ জুন। ভোটের ফল ঘোষণা ৪ জুন।  ৩ জুন গরমের ছুটি শেষ হয়ে গেলেও গরনকাল কি ছুটি নেবে? সে-বিষয়ে আবহাওয়া দফতর নির্দিষ্ট করে কিছু বলতে পারেনি। বর্ষা প্রবেশ করেছে দক্ষিণ ভারতে। কিন্তু তা বাংলায় কবে প্রবেশ করবে, তা নির্দিষ্ট করে বলেনি আবহাওয়া দফতর। 


 


আরও পড়ুন :           


রেমাল এখন কি পরিস্থিতিতে ? কেন এমন নামকরণ? মানেই বা কী?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।