বিষ্ণুপুর : দিনকয়েক আগেই বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়েছেন। সাংসদ তহবিল থেকে সৌমিত্র (Soumitra Khan) বিষ্ণুপুরে কাজ করেছেন প্রমাণ হলে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। আর এবার  প্রচারে বেরিয়ে ভোটারদের শাসালেন তিনি। ভোটারদের উদ্দেশে তিনি পরিষ্কার বলেন, 'ভোটের বেলায় বড় ফুলকে দেবে, আর চাওয়ার বেলায় ছোট ফুলের কাছে চাইবে, সেটা হবে না।'  মিডিয়ার সামনে তাঁর সাফ কথা, 'তৃণমূল লিড না পেলে, আর কেউ কথা শুনতে আসবে না।'


ভোটারদের মাঝে দাঁড়িয়েই সুজাতা বলেন, 'ভোট দেওয়ার সময় বড় ফুলে দিচ্ছ, আর চাওয়ার সময় বলছ ছোট ফুল। পরিষ্কার বলে যাচ্ছি, যদি এবার এখান থেকে ভোট না আসে, মিডিয়া থাক যে থাক আই ডোন্ট কেয়ার...যদি এবার দেখি এখান থেকে তৃণমূল লিড পায়নি তাহলে সত্যি আমরা কেউ এখানে তোমাদের অভিযোগ শুনতে আসব না। স্পষ্ট কথা বলছি। কোনো অভিযোগ শুনতে কেউ আসবে না। তোমরা বিজেপির সঙ্গে বুঝে নেবে। কারণ, এখানে বারবার বিজেপি জিতবে আর আমরা কাজ করব...এটা হতে পারে না। আমি একজন মেয়ে। পরিষ্কার বলে যাচ্ছি, যে যে বুথে বিজেপি লিড পাবে সেই অঞ্চলগুলো লিস্ট করে রাখবে। আর যে বুথে তৃণমূল লিড পাবে সেগুলোও লিস্ট করে রাখবে। যেখানে তৃণমূল লিড পাবে সেখানে জান দিয়ে রাতের অন্ধকারেও কথা শুনতে যাব। কিন্তু, যেখানে তৃণমূল লিড পাবে না, সেখানে আমি তো দূর অস্ত আমাদের কোনো কর্মীকেও যেতে দেব না। এটা পরিষ্কার বলে গেলাম।' 


দিনকয়েক আগে প্রতিপক্ষকে ওপেন চ্যালেঞ্জ ছোড়েন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী। সাংসদ তহবিল থেকে সৌমিত্র (Soumitra Khan) বিষ্ণুপুরে কাজ করেছেন প্রমাণ হলে মনোনয়ন প্রত্যাহার করে নেওয়ার চ্যালেঞ্জ ছুড়ে দেন সুজাতা মণ্ডল (Sujata Mondal)। পাল্টা কটাক্ষ করেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।


সাংবাদিক বৈঠকে সুজাতা দাবি করেন, বিষ্ণুপুর লোকসভার যিনি বিজেপি প্রার্থী ও বিদায়ী সাংসদ তিনি বিষ্ণুপুর লোকসভার জন্য কোনও উন্নয়ন করেননি। তৃণমূল প্রার্থীর কথায়, “আমি কথা দিচ্ছি বিষ্ণুপুর পোড়ামাটির হাটে বসে একদিন চ্যালেঞ্জ হয়ে যাক ডিবেট হয়ে যাক তিনি কী উন্নয়ন করেছেন সাংসদ হয়ে। আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ থেকে আমরা কী উন্নয়ন করেছি। যদি এটা প্রমাণ হয়ে যায় উনি ওঁর সাংসদ তহবিল থেকে বিষ্ণুপুর লোকসভার জন্য কাজ করেছেন তাহলে আমি কথা দিচ্ছি আমি নমিনেশন প্রত্যাহার করব। শুধু বিলাসিতা, ফুর্তি ছাড়া উনি কোনো কাজ করেননি। কোন উন্নয়নটা করেছেন জবাব দিন। তারপর বাকি লড়াইটা দেখা যাবে।''