কলকাতা : বিজেপির দেবাশিস ধরের পাল্টা তৃণমূলের মালা রায় (Mala Roy) ও হাজি নুরুল (Haji Nurul)। কলকাতা দক্ষিণ ও বসিরহাটের তৃণমূল প্রার্থীর মনোনয়নে ভুল তথ্য দেওয়ার অভিযোগ। এই মর্মে তৃণমূলের এই দুই প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবি জানাল বিজেপি। বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজি নুরুলের মনোনয়ন বাতিলের আবেদন জানিয়েছেন রেখা পাত্র।


এ প্রসঙ্গে বিজেপির বক্তব্য, "তৃণমূল কংগ্রেসের কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায় ও বসিরহাটের প্রার্থী হাজি নুরুল ইসলামের মনোনয়নে গুরুতর গলদ রয়েছে। আমাদের বসিরহাট কেন্দ্রের প্রার্থী রেখা পাত্রের বক্তব্য, হাজি নুরুল ইসলাম পঞ্চদশ লোকসভার সদস্য ছিলেন। সেই পঞ্চদশ লোকসভা শেষ হয়েছে ২০১৪ সালের ১৮ মে। হাজি নুরুল ইসলাম এবারে মনোনয়ন দাখিল করেছেন ৭ মে, ২০২৪। নির্বাচনে যে হলফনামা জমা দিতে হয় সেই হলফনামা অনুযায়ী কোনও প্রার্থীর শেষ ১০ বছরে যদি কোনও কারণে কোনও ধরনের সরকারি পরিষেবা নেওয়া বা সরকারের থেকে নেওয়া কোনও বিধিবিদ্ধ বা Statutory Bill বাকি থাকে, সেই বিল তাঁকে মিটিয়ে দেওয়ার কথা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে তাঁর যে সরকারের ঘরে কোনও বকেয়া নেই তা নির্বাচনী হলফনামায় জানানোর কথা। তিনি নো ডিউ সার্টিফিকেট জমা দেননি। সেই কারণে আমাদের প্রার্থী রেখা পাত্র হাজি নুরুলের মনোনয়ন বাতিল করার আবেদন নির্বাচন কমিশনের কাছে জানিয়েছেন। অন্যদিকে, কলকাতা দক্ষিণের প্রার্থী মালা রায় কলকাতা পুরসভার চেয়ারপার্সন রয়েছেন। অফিস অফ প্রফিটের পুরনো যে আইন, নতুন বিজ্ঞাপিত সংস্থাগুলির যে তালিকা, পশ্চিমবঙ্গের যে ৩০-৩১টির তালিকা রয়েছে, অর্থাৎ কোন কোন সংস্থা অফিস অফ প্রফিটের আওতায় পড়বে বা পড়বে না ...তার মধ্যে কলকাতা পুরসভার নাম নেই। তাই আমাদের প্রার্থী দেবশ্রী চৌধুরী তাঁর প্রার্থিপদ বাতিল করার আবেদন জানিয়েছেন।"


যদিও এ প্রসঙ্গে মালা রায় বলছেন, "২০১৯-এর মে থেকে সাম্মানিক নিই না। এটা অনারিয়াম, স্যালারি নয়। ২০১৯-এ যেদিন থেকে সাংসদ হয়েছি, সেদিন থেকে নিই না। এটা স্বশাসিত বডি। দুটো আইনসভা নয়। সেখানে কর্পোরেশনে গিয়ে আমি জল খেয়েছি। চেয়ারপার্সন হিসাবে আমি একটা অফিস ব্যবহার করি, এটা ঠিক। এখানে আইনে কোনও বাধা নেই। আমি অফিসে বসতেই পারি। এক গ্লাস জল খেতেও পারি। কিন্তু অনারিয়াম নিইনি। যেটাতে ওঁরা প্রশ্ন তুলেছেন। ওঁরা জানেন না। রেকর্ড দেখে নিতে পারেন।" 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।