Mamata Banerjee: প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ, মমতার বিরুদ্ধে কমিশনে BJP

BJP On EC Mamata: মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছে বিজেপি, কী অভিযোগ গেরুয়া শিবিরের ?

Continues below advertisement

কলকাতা: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনে (EC) নালিশ জানাল বিজেপি (BJP)। প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর মন্তব্যের অভিযোগ গেরুয়া শিবিরের। মমতার বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ বিজেপির। গতকাল কোচবিহারের সভায় (Cooch Behar) মমতার মন্তব্যে বিতর্ক। 

Continues below advertisement

বিজেপির বক্তব্য, কোচবিহারে গিয়ে তিনি প্রধানমন্ত্রীর সম্পর্কে যে মন্তব্য করেছেন, যে ভাষা ব্যবহারে তিনি আদর্শ আচরণ বিধি ভঙ্গ করছেন। কমিশনের গাইডলাইনে স্পষ্টভাবে বলা রয়েছে, কোনওভাবেই কোনও ব্যক্তিগত আক্রমণ বা এমন কোনও শব্দ ব্যবহার করা যাবে না, যাতে কিনা আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়। এবং সেকারণেই বিজেপির পক্ষ থেকে কমিশনে নালিশ জানানো হয়েছে। এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে। শুধু তাই নয়, এমনটা বলা হয়েছে যে, অন্যান্য যে সকল তৃণমূলের এমএলএ-রা রয়েছেন,  উদাহরণ দিয়ে বলা হয়েছে, চুঁচুড়ার এমএলএ অসিত মজুমদার তিনি কিন্তু লকেট চট্টোপাধ্যায়ের (Hooghly Lok Sabha BJP Candidate Locket Chatterjee) সম্বন্ধে আপত্তিকর মন্তব্য করেছেন। সেই ইস্যুটিও চিঠিতে উল্লেখ করা হয়েছে।


'কোনও দাঙ্গা করতে দেবেন না। ১৯ তারিখে প্রথম ভোট রেখেছে কেন জানেন? অন্নপূর্ণা পুজো আছে ১৫ তারিখ। অন্নপূর্ণা মা তো দাঙ্গা করতে বলেনি। ১৬ তারিখে, অষ্টমী। আর রামনবমী, সেটা হচ্ছে ১৭ তারিখে। ভোটের আগে দাঙ্গা বাঁধানোর খেলা। তারপরে রাম রাম করে আমার রামের প্রতি অশ্রদ্ধা নেই। কিন্তু দাঙ্গা করে ভোট করবেন না। দাঙ্গাকারীদের ছাড়ব না।'বৃহস্পতিবার নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বাগযুদ্ধে জড়িয়েছিলেন। শুক্রবার ভোটের দিনক্ষণ নিয়ে সুর চড়ালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। সুর চড়িয়ে পাল্টা জবাব দিয়েছে বিজেপি-ও। শমীক ভট্টাচার্য বলেন, বিভ্রান্তিকর কথা ছড়াচ্ছে। ১৯ তারিখ ভোট কি বিজেপির সঙ্গে কথা বলে রেখেছে? তৃণমূল-বিজেপিকে একযোগে নিশানা সিপিএমের। 

আরও পড়ুন, পঞ্চায়েত ভোটের আগে বিজেপির বুথ সভাপতিকে অপহরণ করে খুনের অভিযোগ, এনআইএ তদন্তের নির্দেশ হাইকোর্টের

এর আগে বৃহস্পতিবারই কোচবিহারের সভা থেকে নরেন্দ্র মোদি এবং মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের তরজার কেন্দ্রে উঠে এসেছিল নির্বাচন কমিশনের ভূমিকা। গতকাল প্রধানমন্ত্রী বলেছিলেন, 'এই তৃণমূলের গুন্ডারা আপনাদের ভোট দিতে আটকায়। সাহস নিয়ে থাকবেন। এইবার নির্বাচন কমিশন খুবই সজাগ।' গতকাল মমতা বলেন, এটা রাজ্য়ের ভোট নয় কেন্দ্রের। যাঁর ভোট, যাঁর বিয়ে তিনি নিজেই পুরোহিত। অর্থাৎ ওদিকে কেউ তাকিয়ে দেখে না। ওঁরা মারলেও দোষ নয়। গ্রেফতার করলেও দোষ নয়।'  

 

Continues below advertisement
Sponsored Links by Taboola