কলকাতা : এবার লোকসভা ভোটের অন্যতম ইস্যু যে সন্দেশখালি তা বলাইবাহুল্য। একের পর এক গ্রামের মহিলারা যে আন্দোলনে নেমেছিলেন, তাতে পাশে দাঁড়িয়েছিল বিজেপি। এমনকী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাতেও আনা হয়েছিল সন্দেশখালির মহিলাদের। তাঁদের সঙ্গে কথাও বলেন তিনি। ইঙ্গিত মিলেছিল তখনই। ভোটের আগে সেই সন্দেশখালিকে সামনে রেখেই এবার বসিরহাট কেন্দ্রে লড়াই করতে চলেছে গেরুয়া শিবির। এই কেন্দ্রে বিজেপি টিকিট দিয়েছে সন্দেশখালির ঘটনায় অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্রকে।


জানা গেছে, সন্দেশখালির একাংশ মানুষ তাঁর নাম সাজেস্ট করেছিলেন বিজেপির কাছে। বিষয়টি দলের শীর্ষ নেতৃত্বকে জানান শুভেন্দু অধিকারী। অবশেষে বিরোধী দলনেতার 'সুপারিশে' রেখা পাত্রের উপরই ভরসা রাখল বিজেপি। বসিরহাট থেকে বিজেপির প্রার্থী হলেন তিনি। টিকিট পাওয়ার পর রেখা পাত্র বলেন, "নরেন্দ্র মোদিজিকে অসংখ্যা ধন্যবাদ। আমার মতো গ্রামের একজন মহিলাকে প্রার্থী করার জন্য। সন্দেশখালি, বসিরহাটের মা-বোনদের পাশে দাঁড়ানোর জন্য। সর্বদাই মা-বোনদের পাশে থাকব। ওঁদের হয়ে প্রতিবাদ করব।"


কথায় বলে দিল্লি বহুত দূর হ্যায়। কিন্তু অভিযোগ নিয়ে দরবার করতে দিল্লি পর্যন্ত যেতে হয়নি সন্দেশখালির মহিলাদের। সন্দেশখালি থেকে ৮০ কিলোমিটার দূরে বারাসাতেই, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন সন্দেশখালির মহিলারা। ৫ জন মহিলার সঙ্গে দেখা করে, সমস্ত অভাব-অভিযোগ শোনেন খোদ প্রধানমন্ত্রী। প্রায় ৭-৮ মিনিট তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।


একদিকে যখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে খানিক আস্বস্ত হন সন্দেশখালির ৫ মহিলা। তখন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে না পেরে, কান্নায় ভেঙে পড়েন অনেকেই। শুভেন্দু অধিকারীকে সামনে পেয়ে, তাঁকেই জানান নানান অভাব-অভিযোগ।


একের পর এক সভায় যোগ দিয়ে সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচারের অভিযোগে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন নরেন্দ্র মোদি। তিনি সুর চড়িয়ে বলেছেন, 'এই ব্যবহারের জন্য বাংলার মহিলারা, দেশের মহিলারা ক্ষুব্ধ। নারীশক্তির এই ক্ষোভ সন্দেশখালিতে সীমিত থাকবে না। আমি দেখতে পাচ্ছি, তৃণমূলের মাফিয়া রাজ শেষ করতে বাংলার নারীশক্তি বেরিয়ে পড়েছে। সন্দেশখালি দেখিয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের মা বোনেদের আওয়াজ শুধুই বিজেপি।' সেই পথে হেঁটেই এবার সন্দেশখালির আন্দোলনের মুখকে সামনে রেখে লড়াইয়ে নামছে গেরুয়া শিবির।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে