আবির দত্ত, কলকাতা: বিমান বসুর দুয়ারে তাপস রায়। সোমবার বামফ্রন্ট চেয়ারম্যানের সঙ্গে দেখা করলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী (BJP Kolkata North Candidate Tapas Roy)। আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে গিয়ে বিমান বসুর সঙ্গে প্রায় ১৩ মিনিট কথা বলেন তাপস রায় (Biman Bose )। 


বিমান বসুর সঙ্গে দেখা করলেন বিজেপি প্রার্থী তাপস রায়


৬ মার্চ বিজেপির দফতরে গিয়ে পদ্মশিবিরে নাম লিখিয়েছিলেন তাপস রায়। লোকসভা ভোটে তাঁকে কলকাতা উত্তর কেন্দ্রে প্রার্থীও করেছে বিজেপি। সোমবার সেই তাপস রায়ই আবার পৌঁছে গেলেন আলিমুদ্দিন স্ট্রিটে সিপিএমের দফতরে। না, কোনও দলবদল নয়। এবার ভোট চাইতে প্রতিপক্ষের দুয়ারে বিজেপি প্রার্থী।


প্রায় ১৩ মিনিট কথা হয় দু'জনের মধ্যে


সোমবার বিকেল ৪ টে। আলিমুদ্দিন স্ট্রিটের মুজাফ্ফর আহমেদ ভবনে এসে থামে তাপস রায়ের গাড়ি। সঙ্গে ছিলেন উত্তর কলকাতার বিজেপির জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ। তাপস রায় মুজাফ্ফর আহমেদ ভবনে ঢোকার সময়ে সেখান থেকে বেরোচ্ছিলেন সিপিএম নেতা রবীন দেব।মুখোমুখি দেখা হওয়ায় সৌজন্য বিনিময় করেন দুই নেতা। এরপর ওপরে উঠে যান তাপস রায়।সেখানে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে দেখা করেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী। প্রায় ১৩ মিনিট কথা হয় দু'জনের মধ্যে। 


' প্রার্থী হিসেবে আমি বিমানদার আশীর্বাদ নিলাম'


কলকাতা উত্তর  বিজেপি প্রার্থী তাপস রায় বলেন, কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের তিনি ভোটার। প্রার্থী হিসেবে আমি বিমানদার আশীর্বাদ নিলাম এবং এই কেন্দ্রের ভোটার হিসেবে আমি যেমন সকলের কাছে যাচ্ছি ওঁর কাছেও এসেছি। উনি আমাদের রাজ্যের সর্বজেষ্ঠ্য, সৎ ও নিষ্ঠাবান রাজনৈতিক নেতা।কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়ের লড়াই তৃণমূলের সুদীপ বন্দ্য়োপাধ্য়ায় এবং বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যর সঙ্গে।


আরও পড়ুন, কীভাবে চাকরি চুরি? হাইকোর্টের রায়ে ১৭ পন্থার পর্দাফাঁস


একেবারে অন্য় ছবি দেখা গেল কলকাতা উত্তরে


বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, আমি এই লোকসভা কেন্দ্রের ভোটার। ভোটারের কাছে নিশ্চয় প্রার্থী আসতে পারে। আমি বললাম, উত্তর কলকাতায় আমার প্রার্থী প্রদীপ ভট্টাচার্য। আমি ভোট দেব অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যকে। লোকসভা ভোটের মুখে বিভিন্ন রাজনৈতিক দলের আক্রমণ-পাল্টা আক্রমণে বঙ্গ রাজনীতির আঙিনা তপ্ত। তার মধ্য়ে একেবারে অন্য় ছবি দেখা গেল কলকাতা উত্তরে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।