কলকাতা: প্রচারে বেরিয়ে এবার তৃণমূল কাউন্সিলরের ছেলের সঙ্গে তর্কে জড়ালেন বরানগর বিধানসভার বিজেপি প্রার্থী সজল ঘোষ ( Baranagar BJP Candidate Sajol Ghosh)। সোমবার রাতে কামারহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন সজল ঘোষ (Sajol Ghosh)। সেই সময় ওই ওয়ার্ডের কাউন্সিলর লক্ষ্মী বিশ্বাসের ছেলে চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। নোটায় ভোট না দিয়ে বিজেপিকে কেন ভোট দেব? দমদম লোকসভার তৃণমূল ছাত্রপরিষদের সভাপতি চিরঞ্জিত বিশ্বাস এই প্রশ্ন করতেই শুরু হয় তর্কাতর্কি। এরপর চলে স্লোগান- পাল্টা স্লোগান। 


 TMC কাউন্সিলরের ছেলের প্রশ্নে তর্কে জড়ালেন BJP প্রার্থী সজল


 চিরঞ্জিত বিশ্বাস বলেন, নোটায় কেন ভোট দেব না, বিজেপিকে কেন ভোট দেব? বরানগর বিধানসভা  বিজেপি প্রার্থী সজল ঘোষ বলেন,  আমি আপনাকে যদি পাল্টা একটা প্রশ্ন করি, তৃণমূলকে কেন ভোট দেব নোটায় কেন দেব না? এরপরেই চিরঞ্জিত বিশ্বাস বলেন,  কারণ তৃণমূল বাংলায় লক্ষ্মীশ্রী দিয়েছে, কন্যাশ্রী দিয়েছে। ' পাল্টা সজল বলেন, 'আপনি দেবেন না...যার ইচ্ছা সে দেবে।' এরপরেই বিতর্ক মোড় নেয়। রাস্তায় দাঁড়িয়েই ২ জনের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে চলে এই তর্কাতর্কি। ফের বরানগর বিধানসভা উপনির্বাচনের প্রচারে বেরিয়ে তর্কে জড়ালেন বিজেপি প্রার্থী সজল ঘোষ।চিরঞ্জিত প্রশ্ন তোলেন, 'ধরুন সূর্য কোনওদিন পশ্চিম দিক থেকে উঠল, আপনি জিতে গেলেন। তখনও এভাবে রেগে যাবেন?' এরপর কটাক্ষ করে সজল বলেন, 'হয়েছে? আপনি খুশি হয়েছেন বলে? খুশি হয়েছেন? হাততালি দাও...।'


চব্বিশের লোকসভা নির্বাচনের সঙ্গেই বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন


 চব্বিশের লোকসভা নির্বাচনের সঙ্গেই বরানগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। যেখানে এবার ত্রিমুখী লড়াই। তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, বিজেপি প্রার্থী সজল ঘোষ ছাড়াও রয়েছেন সিপিএমের প্রার্থী তন্ময় ভট্টাচার্য।এই প্রেক্ষাপটে সোমবার রাতে কামারহাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে প্রচারে বেরিয়েছিলেন সজল ঘোষ। সেই সময় ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর লক্ষ্মী বিশ্বাসের ছেলে ও দমদমের তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি চিরঞ্জিত বিশ্বাসের সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর।


আরও পড়ুন, গান গেয়ে প্রধানমন্ত্রীকে নিশানা TMC প্রার্থী জুন মালিয়ার, গাইলেন..


শেষে ২ পক্ষের তরফেই চলে স্লোগান, পাল্টা স্লোগান।এরপর ওই এলাকা ছেড়ে বেরিয়ে যান বিজেপি প্রার্থী সজল ঘোষ। এ মাসের শুরুতে ১০ এপ্রিল, বরানগরে বাড়ি বাড়ি ঘুরে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী সজল ঘোষ। সেইসময় ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের সঙ্গে তর্কাকর্তিকে জড়িয়ে পড়েছিলেন বিজেপি প্রার্থী।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।