বিশ্বজিৎ দাস, পশ্চিম মেদিনীপুর: ২৫ মে মেদিনীপুর লোকসভা কেন্দ্রে ভোট (Midnapore Lok Sabha Constitency)। পথ সভায় গান গেয়ে মোদিকে জোর নিশানা করলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া (TMC Candidate June Maliah)। গাইলেন , তুম তো ধোঁকেবাজ হো..’।




 তুম তো ধোঁকেবাজ হো : জুন মালিয়া


গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের আইমা এলাকাতে প্রচারে বেরিয়ে তৃণমূল প্রার্থী জুন মালিয়া বলিউডের সিনেমার গান,'তুম তো ধোঁকেবাজ হো, ওয়াদা কারকে ভুল জাতে হো', এই গান গেয়ে একেবারে মোদি সরকারকে (PM Modi Government) নিশানা করেন। জুন মালিয়া বলেন,' মোদি সরকার কথা দিয়ে সব ভুলে যায়। শুধু এখানে থামেননি তিনি। রামকে নিয়ে রাজনীতি করছে বিজেপি। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা নিয়ে রাজনীতি করা। তা নিয়ে বলেন, মোদিজি রাম কি আপনাদের একার। রাম তো সবার। রাম কারো একার হতে পারে না। রাম বিরক্ত হয়ে যাচ্ছে। রাম বলছে ভাই এবার আমাকে ছেড়ে দাও। আমার এবার সাবোকেশন হচ্ছে তোমাদের কাছে। আমাকে মুক্তি দাও ভাই।'


পরদেশী পরদেশী জানা নেহি : বর্ধমান-দুর্গাপুর বিজেপি প্রার্থী দিলীপ 


 এদিন বর্ধমান-দুর্গাপুর বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের কণ্ঠে শোনা যায় ,'পরদেশী পরদেশী জানা নেহি..।'মাথার উপর কাঠফাটা রোদ। তার মধ্যেও মুখে মুখে এভাবেই শোনা গেল গান। ভোট যে বড় বালাই।তাই প্রতিপক্ষ দল ও প্রার্থীকে আক্রমণ করতে গিয়ে এভাবেই শাসক-বিরোধী প্রার্থীদের গলায় ভেসে জনপ্রিয় হিন্দি সিনেমার গান। যেমন 'সাজন চলে শ্বশুরাল' সিনেমার একটি গানের সুর মিলিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করলেন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী জুন মালিয়া।


'রাজা হিন্দুস্তানী'র গান গাইলেন দিলীপ
 
ডেভিড ধওয়ানের পরিচালনায় ১৯৯৬ সালে রিলিজ করে, সাজন চলে শ্বশুরাল।  তবে শুধু জুন মালিয়া নন। তিনি যে মেদিনীপুরের প্রার্থী, সেই মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ দিলীপ ঘোষ এবার বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্র থেকে বিজেপির হয়ে লড়ছেন। এখানেই বিশ্বকাপজয়ী প্রাক্তন ক্রিকেটার, আদতে বিহারের বাসিন্দা কীর্তি আজাদকে প্রার্থী করেছে তৃণমূল।তাঁকেই কটাক্ষ করে আর জনপ্রিয় বলিউড ছবি, 'রাজা হিন্দুস্তানী'র গান গাইলেন দিলীপ ঘোষ


আরও পড়ুন, 'এটা পার্টির প্রোগ্রাম নয়..', সাতসকালে BJP প্রার্থী দিলীপের হাতে হকি স্টিক !


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।