কলকাতা: ২০ তারিখ হুগলি লোকসভা কেন্দ্রে ভোট (Lok Sabha Election 2024)। দিদি নং ১ এর সঞ্চালিকা এবার সোজা লোকসভা ভোটের টিকিট পেয়েছেন। হুগলি লোকসভা কেন্দ্রে লকেটের বিপরীতে এবারের তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই ভোটপ্রচারে গিয়ে তাঁর মন্তব্য নিয়ে মিমের বন্যা। কিন্তু সবকিছুই বেশ হেসেই ওড়াচ্ছেন তিনি। এবার তাঁকে নিয়েই প্রতিক্রিয়া দিলেন খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়। এদিন মমতা বলেন, 'অনেক আশা নিয়ে ওঁকে দাঁড় করিয়েছি।'


 'সবাই কি দুষ্টু হয়, মিষ্টিও অনেক আছে..'


এদিন তৃণমূল সুপ্রিমো বলেন, রচনা দিদি নং ১ করে এত পপুলার, ওতো দাঁড়াতেই চাইছিল না। আমি ওকে একদিন বললাম, আরে রচনা, চুচূড়ায় দাঁড়াও না। ও বলল, দিদি আমি কোনওদিনও রাজনীতি করিনি, আমি কিছু বুঝি না। আমি বললাম, তোমার কিছু বোঝবার দরকার নেই। আমরা কেউই বুঝতাম না, মানুষের কাজ করব বলেই আসা। সবাই কি খারাপ হয়, এক-দুইজন দুষ্টু হতে পারে, কিন্তু মিষ্টিও তো অনেক আছে। একজন দুষ্টুর জন্য সবাই কেন খারাপ হবে ? তাই রচনাকে আমি বোঝালাম। যে তুমি আসবে, কাজ করবে। বরঞ্চ তোমার সুবিধা হবে, তুমি দিদি নং ১-এ , অনেক গ্রামের লোককে, যারা কীভাবে মাটির বাসন বানায়, মাটির পুতুল বানায়, তাঁরা শাড়ি বোনে, তাঁরা ধান বোনে, তাঁরা কী না করে ! মা-বোনেদের অনেক কাজ দেখতে পাবে।তারপর রচনাকে রাজি করালাম।'


আরও পড়ুন, 'সাংসদ তহবিলের ২৫ কোটি লুঠ করেছেন..', অভিযোগের পাল্টা এই বললেন BJP প্রার্থী শান্তনু..


ভোট চাইতে লোকাল ট্রেনে  হুগলির তৃণমূল প্রার্থী রচনা


প্রসঙ্গত, এদিন ভোট চাইতে লোকাল ট্রেনে ওঠেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। আজ ব্যান্ডেল স্টেশন থেকে ট্রেনে চড়েন রচনা। চন্দননগরে নামার আগে জনসংযোগ সারেন তৃণমূল প্রার্থী। মূলত অফিস যাত্রীদের কথা ভেবেই ট্রেনে প্রচার বলে দাবি করেন রচনা। 
এর আগে বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ও ট্রেনে চড়ে প্রচার করেছিলেন। এদিন রচনার সঙ্গে সেলফি তোলেন অনেকেই। চন্দননগর হাসপাতালের এক মহিলা চিকিৎসক গান শোনান। ট্রেনেই রচনার সঙ্গে দেখা হয় তাঁর রিয়েলিটি শোয়ের এক প্রতিযোগীর। রচনার সঙ্গে ছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।