সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলে স্মার্ট ক্লাসরুমে জন্যে সাংসদ তহবিলের ১০ লক্ষ টাকা দেওয়া হয়নি বলে তৃণমূলের তোলা অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূলকে আক্রমণ শান্তনুর (Bangaon BJP Candidate Santanu Thakur)। 


গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরিতে ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে : শান্তনু ঠাকুর


উত্তর ২৪ পরগনার বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের সাংসদ তহবিল থেকে গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলে ( Gobardanga Khantura High School) স্মার্ট ক্লাসরুম তৈরির জন্য ১০ লক্ষ টাকা দেওয়া হয়েছে বলে, শান্তনু ঠাকুর তার ইস্তাহারে প্রকাশ করেছেন। কিন্তু সাংসদ তহবিলের কোনও অর্থ স্কুলে দেওয়া হয়নি বলে দাবি করেছেন খাটুরা হাইস্কুলে প্রধান শিক্ষক। গোবডাঙায় দলীয় কর্মসূচিতে এসে একই অভিযোগ করেছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। যা নিয়ে তোলপাড় হয়েছে সামাজিক মাধ্যম।


'তৃণমূলের পেসারে  প্রধান শিক্ষক এমন বলছেন'


শনিবার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুর গোবরডাঙ্গা খাটুরা হাইস্কুলে প্রপোজাল পত্র সর্বসমক্ষে আনেন । তিনি বলেন, 'স্কুল আমার কাছে আবেদন করেছিল আবেদনের ভিত্তিতে ডিএম এর কাছে আমার তহবিলের টাকার অনুমোদন দেওয়া হয়ে গিয়েছে । এই অনুমোদনে তারা কাজ করবেন না, এমন কোন ক্যান্সেলেশন পত্র আমাকে পাঠানো হয়নি। আমার অধিকার আছে অর্থ অনুমোদন হলে সেটাকে আমি লিখতে পারি। তৃণমূলের হার্মাদের প্রেসার ক্রিয়েট করে প্রধান শিক্ষককে দিয়ে বলিয়েছেন। গাইঘাটার পাঁচপোতা একটি স্কুলেও ঠিক এমনই অভিযোগ নিয়েও তৃণমূলের পেশারে  প্রধান শিক্ষকরা এমন বলছেন' বলে দাবি করেছেন শান্তনু । 


'তহবিলের ২৫ কোটি টাকা লুটপাট..', অভিযোগ উড়িয়ে কী প্রতিক্রিয়া বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর ? পাল্টা TMC প্রার্থী বিশ্বজিৎ


'তহবিলের ২৫ কোটি টাকা লুটপাট করেছে শান্তনু ঠাকুর', বনগাঁর তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের ( Bangaon TMC Candidate Biswajit Das)এই অভিযোগ নিয়ে, শান্তনু ঠাকুর বিশ্বজিৎ দাসকে আক্রমণ করে বলেন,' বেহায়া বিশ্বজিৎ দাস।' শান্তনু ঠাকুরের প্রপোজাল পত্র নিয়ে বনগাঁ তৃণমূল কংগ্রেস প্রার্থী বিশ্বজিৎ দাসের প্রতিক্রিয়া, প্রপোজাল পত্র দেখানো যায়। নিজের ফান্ডে টাকা আছে কিনা সেটা না দেখে প্রপোজাল দেখানো যায় । আমি তিনবারের বিধায়ক ছিলাম আমি জানি। স্কুলে কোনও কাজ হয়নি সেটা তো দেখা যাচ্ছে । বিশ্বজিৎ দাসকে বেহায়া ও বাবাকে নিয়ে আক্রমণ প্রসঙ্গে বলেন,' আমার বাবা বেঁচে নেই মানুষের সঙ্গে জনসংযোগ নেই সেই জন্য অসংলগ্ন কথা বলছে । অসুস্থ হয়ে ঘরে থাকেন কথা জড়িয়ে যাচ্ছে তার প্রসঙ্গে আর কিছু বলার দরকার নেই ।'


আরও পড়ুন, চতুর্থ দফার আগে ফের বাংলায় প্রধানমন্ত্রী মোদি, কাল কোথায় কী?


এর পাশাপাশি গাইঘাটার পাঁচপোতা ভাড়াডাঙ্গা হাই স্কুলের স্মার্ট ক্লাসের জন্য ১০ লক্ষ টাকা দেওয়ার কথা ছিল। কিন্তু মেল পাঠানো হলেও সে টাকা পাননি বলে দাবি করেছেন প্রধান শিক্ষক তুষার বিশ্বাস।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।