কলকাতা: 'ধর্মের নামে রাজনীতি'-র অভিযোগ তুলে বিজেপির বিরুদ্ধে বরাবরই সরব তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। চুপ বসেননি কোনওদিন মোদিও (PM Modi)। ১৫ অগাস্ট হোক আর লোকসভা সভার প্রচারের  মঞ্চ, 'পরিবারবাদ' নিয়ে তোপ দাগতে ছাড়েননি তিনিও। সিএএ, এসএসসি নিয়োগ দুর্নীতি, লক্ষ্মী ভাণ্ডার, রেশন দুর্নীতি- সহ একাধিক বিষয় বারবার ঘুরে ফিরে আসছে। সেই সঙ্গে বারবার ফিরে আসছে সন্দেশখালি ইস্যু। তবে ভোটের মাঝে মোদির নমিনেশনের দিনে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।


 'ডিম খাবেনা, এই খাবে না, তো কী খাবে ব্য়াঙের ছাতা ?'


আক্রমণের নতুন ভাষা, এবার 'খাওয়া-দাওয়া।' কখনও মোদিকে মাছ খাওয়ানোর কথা শোনা যাচ্ছে। এদিন দুপুরে আরও একধাপ এগিয়ে তীব্র কটাক্ষের সুরে মমতা বললেন, 'ডিম খাবে না, এই খাবে না, তো কী খাবে ব্য়াঙের ছাতা ?' তবে তোপ দাগতে 'খাওয়া দাওয়া'কে দ্বৈত অর্থেও ব্যবহার করেছেন মমতা। লোকসভা ভোটের মধ্যে সেই অন্যতম ইস্যুটি হল এসএসসি নিয়োগ দুর্নীতি। 


নিয়োগ দুর্নীতি


প্রসঙ্গত, ভোটের মাঝেই নিয়োগ দুর্নীতির মামলায় ((SSC Recruitment Scam) হাইকোর্টের চাকরি বাতিলের নির্দেশে চাপের মুখে পড়ে মমতার সরকার। যদিও হাইকোর্টের ওই মামলা এখন 'সুপ্রিম' নির্দেশ শোনার অপেক্ষায়।  এই মামলায় আপাতত চাকরি বহাল হলেও,  ১৬ জুলাই 'সুপ্রিম' শুনানির পরই প্রকৃত ভাগ্য নির্ধারণ হবে। এদিন মমতা কেন্দ্রের মোদি সরকারকে তোপ দেগে বলেন, 'চাকরি দিলেই কোর্টে গিয়ে কেস করে চাকরি খেয়ে নেয়।  কাজ দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোঁসাই।আমি আমাকেই বলছি ন্য়াকা, বোকা না ধোকা। আমরা বলেছি আমরা চাকরিহারাদের পাশে আছি। প্রধানমন্ত্রী একটু চোখের জল বের করে বলল হাম লোক ভি লড়েঙ্গে। আমি আইনজীবীদের জিজ্ঞাসা করলাম, যে কোর্টে বিজেপির আইনজীবী চাকরিপ্রার্থীদের পক্ষে বলল? বলল, না ওরা তো বলল, চাকরি খেয়ে নাও।'


আরও পড়ুন, 'সিপিএমের কেউ BJP-তে যায়নি..', ভোটের আগে 'বাড়ি গিয়ে' জনসংযোগ বাম প্রার্থী দীপ্সিতার


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।